শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৫২ সকাল
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[২] আপাতত টিকা নেওয়ার বয়স সীমা কমানো হচ্ছে না: স্বাস্থ সচিব

শিমুল মাহমুদ: [২] বুধবার দুপুরে সচিবালয় ক্লিনিকে করোনা টিকা নেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। টিকা গ্রহণ শেষে সাংবাদিকদের তিনি বলেন, শুরু থেকে টিকা নিয়ে নানা অপপ্রচার চালিয়েছে বিএনপি। এখন দেশের যখন মানুষ আনন্দের সঙ্গে টিকা নিচ্ছে তখন তাদের চেহেরা অনেক চুপসে গেছে, লজ্জা পাচ্ছে। আমি তাদের বলবো লজ্জা না পেয়ে আপনারও টিকা নিন।

[৩] একই ক্লিনিকে টিকা নেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ। টিকা নেওয়ার পর মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের অগ্রাধিকার দিয়ে প্রথম ধাপেই টিকা দেওয়া হচ্ছে। এরিমধ্যে তাদের টিকা গ্রহণও প্রায় শেষের দিকে।

[৪] এ সময় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান এবং সচিবালয় ক্লিনিকের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী উপস্থিত ছিলেন। স্বাস্থ্য সচিব আবদুল মান্নান বলেন, প্রথম সারির যোদ্ধাসহ সাধারণ মানুষের মধ্যে যাদের বয়স চল্লিশের ওপরে তাদের টিকা দেওয়া হচ্ছে। এই বয়সসীমা আর কমানো হবে না।

[৫] সচিব বলেন, আমরা চাচ্ছি না একটি ভ্যাকসিনও অপচয় না হোক। সুশৃংখল পরিবেশে জুন-জুলাই মাস পর্যন্ত এটি কন্টিনিউ করতে।

[৬] স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা বলেন, প্রথম ধাপে যে ভ্যাকসিন গুলো এসেছে এগুলো ৪০ উর্দ্ধদের দেওয়া হবে। পরবর্তিতে আবার ভ্যাকসিন আসলে ও নিবন্ধনের পরিমাণ বুঝে বয়সের বিষয়টি শীতিল করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়