অনন্যা আফরিন:[২] ।মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে বস্তি এলাকার একটি ভাঙ্গারির দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়।
[৩]ফায়ার সার্ভিস জানায়, আগুনে নওশাদ নামে প্রতিবন্ধী এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। আগুনে লেলিহান শিখা দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ায় রেলবিটের বস্তির বেশ কয়েকটি ঘর পুড়ে যায়। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।ডিবিসি নিউজ,বিবিসি বাংলা
[৪] তবে আগুন কিভাবে লেগেছে সে বিষয়ে ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে কিছু জানাতে পারেনি। তবে বস্তিবাসীর পক্ষ থেকে বলা হয়েছে যে শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হলো তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
[৫] আগুন নিয়ন্ত্রণে আসলেও এই বস্তির প্রায় ৫০ টি ঘর আগুনে পুড়ে গেছে। এছাড়া এই বস্তিতে যতগুলো ঘরবাড়ি ছিল সেগুলো পুড়ে ছাই হয়ে গেছে। বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবন-যাপন করছে রেলওয়ে বস্তিবাসী।