সুজন কৈরী: [২] মুন্সীগঞ্জের শ্রীনগরের কবুতর খোলা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) একজন সদস্যকে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেপ্তারকৃতের নাম- আব্দুল আলিম (২১)।
[৩] সোমবার বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি এন্ড্রয়েড মোবাইল ফোনসেট, ৪টি সিম কার্ড, ২টি উগ্রবাদী বইও চ্যাটিংয়ের স্কিনশট জব্দ করা হয়েছে।
[৪] এটিইউ’র পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান বলেন, গ্রেপ্তার আব্দুল আলিম টেলিগ্রাম অ্যাপসে ‘এই শতাব্দী ইসলামের বিজয়ের শতাব্দী’ নামক খোলা গ্রুপের এডমিন হিসাবে কাজ করছিলেন।
[৫] এটিইউ কর্মকর্তা বলেন, ওই গ্রুপের ২ জন সদস্যকে ১০ ফেব্রুয়ারী গ্রেপ্তার করে এটিইউ। বাকীদেরও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
[৬] আটক আব্দুল আলিম, ‘গাজওয়া তুল হিন্দ’ প্রতিষ্ঠার লক্ষ্যে অনলাইনে জঙ্গীবাদ প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠার উদ্দেশ্য দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম চালাচ্ছিল। তাছাড়া সাধারণ মানুষের মধ্যে ধর্মীয় উগ্রবাদী মতাদর্শ প্রচার ও আতংক সৃষ্টির মাধ্যমে দেশের আইনশৃংঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নাশকতার জন্য পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রস্তুতি নেয়ার জন্য সিকিউরড গ্রুপ খুলে নিজেদের মধ্যে চ্যাটিং চালাচ্ছিল।
[৭] পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান বলেন, আব্দুল আলিম ১০ ফেব্রুয়ারি নরসিংদীর রায়পুরা থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের হওয়া মামলার এজাহার নামীয় পলাতক আসামি। তার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।