শিরোনাম
◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ০২:৩১ রাত
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ০২:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উখিয়ায় সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা নারী নিহত, চালক আটক

কায়সার হামিদ: [২] নিহত নারী বিলকিস আকতারের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। রোববারের সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ২ জনসহ ৫ জন গুরুতর আহত হয়েছে। আহতরা কক্সবাজার জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

[৩] রোববার বিকেল সাড়ে ৫ টার দিকে উখিয়া প্রেসক্লাব গেইটে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে থাকা লোকজন সী-লাইন চালক আনাড়ী অপ্রাপ্ত বয়স্ক হেলপার সেজান (১৪) কে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

[৪] স্থানীয় প্রত্যক্ষদর্শী আজাদ মিয়া বলেন, প্রেসক্লাবের সামনে একটি টমটমে যাত্রী উঠাচ্ছিল। হঠাৎ পেছন থেকে সী-লাইন সার্ভিসের একটি খালি বাস বেপরোয়া গতিতে এসে টমটমটিকে সজোরে ধাক্কা দিয়ে প্রেসক্লাবের বাউন্ডারি দেয়ালের সাথে চেপে ধরে। এতে দুমড়েমুচড়ে যাওয়া টমটমের ভিতর থেকে লোকজন এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় এক নারী ও শিশুসহ ৫ জনকে উদ্ধার করে উখিয়া হাসপাতালে নিয়ে যায়।

[৫] গুরুতর আহত উখিয়া পল্লী বিদ্যুৎ অফিসের লাইনম্যান মাহফুজুর রহমান (৪৭), তার স্ত্রী বিলকিস আকতার ও ৬ বছরের একটি শিশুর অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসার জন্য উখিয়া হাসপাতালে নেওয়া হয়। উখিয়া হাসপাতালের ডাক্তার উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিলকিস আকতারের মৃত্যু হয়।।

[৬] কক্সবাজার সদর হাসপাতালের মেডিকেল অফিসার পুলক মন্ডল মৃত্যুর খবরটি নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। অভিযোগ উঠেছে সীলাইন-কক্সলাইন বাস সার্ভিসের চরম অব্যবস্থাপনা, অনিয়মের কারণে একের পর এক সড়ক দূর্ঘটনা ঘটছে। জনৈক বাদশা সিন্ডিকেটের নিকট এ দুটি বাস সার্ভিস একপ্রকার জিম্মি অবস্থায় রয়েছে।

[৭] ঘটনার বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে পুলিশ ইন্সপেক্টর মারুফ রহমান জানান, সড়কে অদক্ষ চালকের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে৷ এ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়