শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৫৪ দুপুর
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জলবায়ু ও স্বাস্থ্য ঝুঁকিতে থাকা জনগোষ্ঠির পাশে দাড়ানোর আহবান জানিয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান

সাতক্ষীরা প্রতিনিধি : [২] বিশ্বখ্যাত ক্রিকেটার বাংলাদেশের সাকিব আল হাসানকে নিয়ে ‘ফ্রেন্ডস এন্ড হিরো’ ক্যাম্পেইনের উদ্বোধন করলো উন্নয়ন সহযোগি সংস্থা ‘ফ্রেন্ডশিপ’। সুবিধাবঞ্চিত মানুষের মাঝে আত্মমর্যাদা ও আশা জাগিয়ে সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা এ ক্যাম্পেইনের উদ্দেশ্য।

[৩] সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর কাওরানবাজার বিএসইসি ভবনে অনুষ্ঠিত ‘ফ্রেন্ডস এন্ড হিরো’ ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশের গর্ব এবং বিশ^খ্যাত ক্রিকেটার সাকিব আল হাসান। অনুষ্ঠানে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে ফ্রেন্ডশিপের অবদান তুলে ধরেন সংস্থাটির প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক রুনা খান।

[৪] ‘ফ্রেন্ডস এন্ড হিরো’ ক্যাম্পেইন অনুষ্ঠানে জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান বলেন, ‘সুবিধা বঞ্চিত প্রান্তিক জন গোষ্ঠি এবং তাদের ভাগ্যোন্নয়ন নিয়ে কাজ করছে ফ্রেন্ডশিপ। ফ্রেন্ডশিপের মাঠ পর্যায়ের কর্মীরা বৈশি^ক মহামারী করনাকে ভয় না করে দুর্দিনের মানুষের পাশে দাড়িয়েছেন। এমন বীরদের সাথে থাকতে পেরে আমি গর্বিত’। জলবায়ু এবং অন্যান্য ঝুঁকির মুখে থাকা বাংলাদেশের প্রান্তিক অঞ্চলে বসবাসকারী মানুষকে স্বাবলম্বী করতে বিশেষ উদ্যোগ নেয়ায় ফ্রেন্ডশিপকে ধন্যবাদও দেন বাংলাদেশের এই স্বনামধন্য ক্রিকেটার।

[৫] ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক রুনা খান বলেন, ‘কঠিন দিনে সামাজিক কাজ করতে গিয়ে বেসরকারী সংস্থার গুরুত্ব বেশি অনুভব করি। ফ্রেন্ডশিপের মূল লক্ষ্য হচ্ছে- জীবন বাঁচানো, জলবায়ু অভিযোজন, দারিদ্র বিমোচন এবং প্রান্তিক মানুষের ক্ষমতায়ন। আমরা সমান সুযোগ-সুবিধা নিশ্চিতের মাধ্যমে মানুষকে আত্মমর্যাদা ও আশা দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই।’

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়