শিরোনাম
◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের!, তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল ◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ ◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৩৭ দুপুর
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুশফিক ওয়াদুদ: বাংলাদেশে বিএনপি-আওয়ামী লীগের যে ঠাণ্ডা লড়াই সেখানে দেশের প্রধান সংবাদ মাধ্যমগুলো একটি পক্ষ

মুশফিক ওয়াদুদ : সম্পাদকর সাহেবরা বলছেন, ডিজিটাল সিকিউরিটি আইনের ভয়ে লিখতে পারছেন না। ডিজিটাল সিকিউরিটি আইনের ভয় সাংবাদিকদের যেমন দেশের ১৮ কোটি জনগণের তার চেয়ে কম না। বরং বেশি। সাংবাদিকদের একধরনের নিরাপত্তা আছে, অন্তত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা থেকে একটি বিবৃতি আসে, অন্য পেশার ক্ষেত্রে সেটাও আসে না। আমরা বেশ কিছু কিশোর কে ফেসবুক পোস্টের কারণে  ডিজিটাল সিকিউরিটি আইনে গ্রেফতার হতে দেখেছি।

পরিসংখ্যান জানা নেই। তবে আমার এটা ধারণা যে দেশে ডিজিটাল সিকিউরিটি আইনে যতোগুলো মামলা হয়েছে তার বেশির ভাগই সাধারণ মানুষের বিরুদ্ধে। প্রতিষ্ঠিত পত্রিকাগুলোর ঢাকার সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হাতে গোনা (একটি সম্ভবত)। সাধারণ মানুষের এই ঝুঁকি  সত্ত্বেও দেশে নাগরিক সাংবাদিকতা থেমে নেই। বরং কিছু ক্ষেত্রে প্রচলিত সাংবাদিকতার চেয়ে তাঁরাই বেশি পাবলিক র্সাসের কাজ করছেন। সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন দুটি বড় উদাহরণ যেখানে নাগরিক সাংবাদিকরা ডিজিটাল সিকিউরিটি আইনের ভয় কে উপেক্ষা করে পাবলিক র্সাস সাংবাদিকতা করেছেন।

অন্তত গুমের ক্ষেত্রে দেশের সাংবাদিকতা বলিষ্ঠ ভ‚মিকা রাখতে পারতো অথবা উচিত ছিল এবং তেমনটি হলে গুম গুলোকে ঠেকানো সম্ভব ছিল বলে আমি মনে করি। মনে করার কারণ হলো যে অল্প কয়েক টি গুমের ঘটনা নিয়ে প্রধান  সংবাদ মাধ্যম গুলো সরব ছিল অথবা সরব হতে বাধ্য হয়েছে সে সকল গুমের ভিকটিমরা  আসলে ফিরে এসেছেন। অথবা এই ডিজিটাল সিকিউরিটি আইন নিয়ে অন্তত দেশের সংবাদ মাধ্যম সরব  হতে পারতো কিন্তু সাধারণ মানুষ এই আইনের মাধ্যমে হয়রানি হলে দেশের সংবাদ মাধ্যমগুলোকে আমরা খুব বেশি সরব হতে দেখিনি।

আমি ব্যক্তিগত ভাবে মনে করি ভয়ের চেয়ে বড় কথা হলো  বাংলাদেশে বিএনপি-আওয়ামী লীগের যে ঠাণ্ডা লড়াই সেখানে দেশের প্রধান সংবাদ মাধ্যমগুলো একটি পক্ষ। বিএনপির সাথে ইসলামিস্টরা থাকার কারণে বিএনপিকে ক্ষমতায় দেখতে তাঁরা স্বাচ্ছন্দবোধ করেন না। ফলে বিএনপি ক্ষমতায় এসে পড়তে পারে এমন সাংবাদিকতা তাঁরা নিজের ইচ্ছাতেই করতে চান না। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়