রাশিদুল ইসলাম : [২] নিউজিল্যান্ডের সবচেয়ে বড় শহর অকল্যান্ডে এ লকডাউনের ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আর্ডার্ন। তিনজন কোভিডে আক্রান্ত হওয়ার পর এ ঘোষণা দেওয়া হয়। সিএনএন
[৩] এ ঘোষণা দেওয়ার আগে মন্ত্রিপরিষদে সার্বিক কোভিড পরিস্থিতি খতিয়ে দেখা হয়। দক্ষিণ অকল্যান্ডে একটি পরিবারে ওই কোভিড সংক্রমণ ধরা পড়ে।
[৪] গত ৬ মাসে নিউজিল্যান্ডে এই প্রথম লকডাউন ঘোষণা করতে হল। কোভিড প্রতিরোধে দেশটি বেশ সফলতা দেখিয়েছিল।
[৫] এদিকে নিউজিল্যান্ডে সমকামিদের উৎসব ‘বিগ গে আউট’ বাতিল করা হয়েছে। যাতে প্রচুর মানুষের ভিড়ে কোভিড সংক্রমণ আরো বিস্তার করতে না পারে।
[৬] গতবছর কোভিড মহামারী শুরু হবার পর ১০২ দিন পর্যন্ত নিউজিল্যান্ডে কোনো কমিউনিটি লেভেল বা স্থানীয়ভাবে কেউ করোনাভাইরাসে সংক্রমিত হয়নি। এরপর ১১ আগস্ট অকল্যান্ডে একই পরিবারের চার জন যারা বিদেশ থেকে আসেননি তারা করোনাভাইরাসে সংক্রমিত হবার পর ৪ ধরণের এলার্ট লেভেলের ঘোষণা দিয়েছিল নিউজিল্যান্ড। যেখানে লেভেল ১ প্রস্তুতি, ৪ লকডাউন আর লেভেল ২ এবং ৩ হলো মধ্যবর্তী অবস্থা।