শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:২১ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কড়াকড়িতে টিকা থেকে দূরে সাধারণ মানুষ

ডেস্ক রিপোর্ট: টিকা নিতে আগ্রহীদের মধ্যে দেশে এ পর্যন্ত ১৫ লাখের বেশি মানুষ নিবন্ধন করেছেন। আর টিকা নিয়েছেন সাত লাখের বেশি মানুষ। তাঁদের মধ্যে ৪০ বছরের ওপরের বয়সের সুযোগ নিয়ে অগ্রাধিকার তালিকার বাইরের অনেকে নিবন্ধন করেছেন এবং টিকাও নিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, এ পর্যন্ত যাঁরা টিকা নিতে পেরেছেন, তাঁদের বেশির ভাগ সমাজের উচ্চ পর্যায়ের কিংবা মধ্যবিত্ত শ্রেণির মানুষ। এর নিচের পর্যায়ের মানুষ এখনো টিকার নাগাল পাননি। আর সরকারের সিদ্ধান্তের কারণে গ্রামের মানুষরাও রয়ে গেছেন টিকার বাইরে। উপজেলা পর্যায়ের নিচে ইউনিয়ন পর্যায়ে এখনো টিকা দেওয়া শুরু হয়নি, যদিও এই পর্যায়ের মানুষদের টিকা দিতে স্বাস্থ্য অধিদপ্তরের ব্যবস্থাপনায় চার হাজার ৬০০ কেন্দ্র নির্ধারণ করা আছে।

এদিকে নিবন্ধন ও টিকা দেওয়া নিয়ে প্রতিদিনই তৈরি হচ্ছে নতুন নতুন চ্যালেঞ্জ। এত দিন অনেকে নিবন্ধন করার পর টিকা দেওয়ার নির্ধারিত দিন জানানোর আগেই নিবন্ধন কার্ড নিয়ে নিজ নিজ কেন্দ্রে টিকা নেওয়ার সুযোগ পেয়েছিলেন। অনেকে আবার যে কেন্দ্রে নিবন্ধন করেছেন, সেই কেন্দ্রে না গিয়ে অন্য কেন্দ্রে গিয়ে টিকা নিয়েছেন। কিংবা নিবন্ধন না করে পছন্দসই কোনো কেন্দ্রে গিয়ে স্পট নিবন্ধন করে টিকা নিয়েছেন। এখন আর এসব সুযোগ থাকছে না। এখন যেমন স্পট নিবন্ধনের সুযোগ থাকছে না, নির্ধারিত কেন্দ্র এবং নির্ধারিত তারিখ ছাড়া টিকাও নিতে পারবেন না। এই অবস্থায় গতকাল শনিবার ঢাকাসহ বিভিন্ন এলাকায় অনেকে কেন্দ্রে গিয়েও ফিরে এসেছেন।

সরকারি পর্যায় থেকে বারবার পরিকল্পনা পাল্টানোতে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। টিকা দেওয়া শুরু করার আগে যদি সুচিন্তিত পরিকল্পনা করা হতো, তাহলে বিভ্রান্তি কমে মানুষের ভোগান্তি কমত বলে বিশেষজ্ঞদের অভিমত।

তবে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান গতকাল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে উপস্থিত সাংবাদিকদের বলেন, বয়স্ক মানুষের কথা ভেবে আবারও হয়তো সীমিত আকারে স্পট নিবন্ধন শুরু করা হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরামর্শক ড. মুশতাক হোসেন বলেন, মাঝখানে দু-তিন দিন টিকা নিতে মানুষের মধ্যে বেশ ভালো সাড়া লক্ষ করা গেছে। মানুষের এই আগ্রহে ভাটা পড়লে সেটি ভালো হবে না। ফলে যত দ্রুত টিকা দেওয়া যায়, তত ভালো। এ ক্ষেত্রে কেন্দ্রে নিবন্ধনের ঝামেলা এড়াতে বিভিন্ন সংস্থার সহায়তা নিয়ে এলাকায় এলাকায় নিবন্ধন বুথ করা যায়। যেমনটি করা হয়েছে করোনা টেস্টের জন্য। এটি করা গেলে মানুষের উদ্বুদ্ধকরণ প্রচারণার পাশাপাশি নিবন্ধনের কাজটিও সহজ হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, ‘নিবন্ধন নিয়ে টেকনিক্যাল কিছু সমস্যা হচ্ছে, সেটি দ্রুত ঠিক হয়ে যাবে। স্পট রেজিস্ট্রেশনে ৪০ বছরের  বেশি  বয়সীদের অবাধ নিবন্ধনের সুবিধার কারণে গত কয়েক দিন ভিড় বেশি ছিল। এতে কিছুটা বিশৃঙ্খলাও হয়। এই অবস্থায় নিয়ন্ত্রণ একটু বাড়ানোতে বৃহস্পতিবারের চেয়ে আজ (গতকাল) টিকা নিতে আসা মানুষের সংখ্যা ও ভিড় দুই-ই কমেছে।’

গতকাল রংপুর বিভাগে টিকা কার্যক্রম দেখতে যান তিনি। ঠাকুরগাঁও থেকে মোবাইল ফোনে তিনি  বলেন ‘আজ (গতকাল) সার্ভার অনেকটা সময় ডাউন ছিল; কাজ করছিল না। অনেক মানুষ এখানে ভিড় করেছিলেন; কিন্তু তাঁদের অনেকে নিবন্ধন করতে পারেননি। আবার টিকা যাঁরা নিতে এসেছিলেন, তাঁদেরও সমস্যা হয়েছে। এই সমস্যা দ্রুতই কেটে যাবে।’

তিনি আরও বলেন, ‘কেবল ঢাকায়ই নয়, ঢাকার বাইরে টিকা নিতে মানুষদের মধ্যে যে বিপুল সাড়া রয়েছে, তা এখানে এসে দেখতে পাচ্ছি। আমাদের স্বাস্থ্যকর্মীরাও মানুষকে উদ্বুদ্ধ করছেন, নিবন্ধনে সহায়তা করছেন, যদিও এখন পর্যন্ত উপজেলার নিচে ইউনিয়ন পর্যায়ে টিকা দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।’

এ বিষয়ে তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম বলেন, ‘শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্র ও তারিখ মেনে টিকা দেওয়া ভালো। নিবন্ধনকারীদের মধ্যে যাঁরা তারিখের আগে টিকা দিয়েছেন, তাঁদের জন্য খুব যে জটিলতা হবে তা নয়। আমাদের টেকনিক্যাল টিম স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে এসব নিয়ে কাজ করছে। তারিখের আগে টিকা দিলে সেটা কিভাবে সমন্বয় করা হবে, সার্ভারে কিভাবে ইনপুট দিতে হবে, তা-ও শিখিয়ে দেওয়া হয়েছে। ফলে এটা কোনো সমস্যা তৈরি করবে না।’

তিনি আরো জানান, গতকাল বিকেল পর্যন্ত দেশজুড়ে টিকা দিতে নিবন্ধন করেছেন ১৫ লাখের বেশি মানুষ।

অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) ডা. মিজানুর রহমানের দেওয়া তথ্যানুসারে গতকাল পর্যন্ত দেশে টিকা নিয়েছেন মোট সাত লাখ ৩৬ হাজার ৬৮০ জন। এর মধ্যে গতকাল টিকা নিয়েছেন এক লাখ ৯৪ হাজার ৩৭১ জন। আগের বৃহস্পতিবার টিকা নিয়েছেন দুই লাখ চার হাজার ৫৪০ জন। আগের দিনের তুলনায় ১০ হাজার কম মানুষ গতকাল টিকা নিয়েছেন। সূত্র: কালের কন্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়