সারোয়ার জাহান: [২] শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে লাঠিপেটায় আহত কর্মীকে বাঁচাতে পুলিশের বেষ্টনির ভেতরে ডুকে ঝাপিয়ে পড়েন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির অন্যতম সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন।
[৩] পুলিশের কাছ থেকে কর্মীকে ছিনিয়ে আনার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। এসময় তিনিও সামান্য আহত হন।
[৪] পরে ওই ভিডিওটি ইশরাকের ফেসবুক পেজে আপলোড করা হয়। ক্যাপশনে ইশরাক লেখেন, ‘লাঠিচার্জ অথবা কামানের গোলা চার্জ, যেটাই হোক জান থাকতে আমাদের একজন কর্মী সমর্থকেও নিয়ে যেতে দিবো না এটাই হোক আগামী দিনের সংকল্প।’
[৫] ভিডিওটি ১৩ হাজারের বেশি শেয়ার হয়েছে। এ পর্যন্ত ওই ভিডিওতে কমেন্ট করেছেন ৬ হাজারের বেশি মানুষ।
[৬] এর মধ্যে বিশেষভাবে গণজাগরণ মঞ্চের সংগঠক বাপ্পাদিত্য বসুর কমেন্টটি সবার নজর এসেছে। তিনি লিখেছেন, ‘অনেকদিন পরে আজ বিএনপির কোনো নেতা নেতার মতো ভূমিকা নিলেন। আপনাদের রাজনীতির ঘোরতর বিরোধী আমি। কিন্তু আজ আপনার ভূমিকা নেতার মতো ছিলো। শ্রদ্ধেয় সাদেক হোসেন খোকার ছেলের মতো ছিলো’।