শিরোনাম
◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৪৭ সকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তুলাসহ সব কাঁচামালের দাম বাড়ায় নতুন সংকটে পোশাক খাত

শরীফ শাওন: [২] খরচ বেড়েছে প্রায় ২০ শতাংশ, জানিয়েছেন  বিজিএমইএ সহ-সভাপতি আব্দুস সালাম

[৩] নভেম্বর মাস থেকে প্রতি কেজি ৩০ কাউন্ট সুতা প্রায় ২ ডলার ৮০ সেন্টস থেকে বেড়ে আন্তর্জাতিক বাজারে বিক্রি হচ্ছে প্রায় ৩ ডলার ৭০ সেন্টে।

[৪] মিল মালিকরা জানান, আগস্টে প্রতি কেজি তুলা প্রায় ১ ডলার ৬৫ সেন্টসে বিক্রি হলেও বর্তমানে ২ ডলার ১০ সেন্টসে বিক্রি হওয়ায় বেড়েছে সুতার দাম।

[৫] বিজিএমইএ সহসভাপতি আব্দুস সালাম বলেন, সুতার সঙ্গে ক্যামিকেলসহ বেড়েছে সকল কাঁচামালের দাম। ক্যামিকেলের দাম বেড়েছে প্রায় ৩০ শতাংশ। এছাড়াও বেড়েছে শ্রমিক, ব্যাংক ও পোর্ট খরচ। এতে কাপড়ের দাম বাড়লেও গার্মেন্টসের দাম বাড়ছে না। মুলত বায়াররা দাম বাড়াতে নারাজ।

[৬] তিনি বলেন, স্বল্প সময়ের কার্যাদেশে কাজ করা ব্যবসায়ীরা মূলত বিপাকে পড়েছেন। সাধারণত ব্যবসায়ীরা দীর্ঘ সময়ের (৬ মাসের) কার্যাদেশ নিয়ে থাকেন। ফলে যারা নভেম্বর-ডিসেম্বরে অর্ডার কনফার্ম করেছেন, তারা অগ্রিম সুতোসহ সকল কাঁচামাল বুকিং দেওয়ায় কম ক্ষতির মুখে পড়েছে।

[৭] ব্যবসায় এটি একটি বড় চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, প্রায় ৭ বছর আগেও এমন সংকট দেখা দিয়েছিলো। বর্তমানে আমরা খরচ কমিয়ে সামঞ্জস্য রেখে কারখানা সচল রাখার চেষ্টা করছি। আশা করি দ্রুত সময়ে দাম কমে যাবে। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু

  • সর্বশেষ
  • জনপ্রিয়