শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:২৭ রাত
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৫ম দিনে ভ্যাকসিন নিয়েছেন ২ লাখ ৪ হাজার ৫৪০ জন, পার্শ্ব-প্রতিক্রিয়া ৮৬ জনের

শিমুল মাহমুদ: [২] কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের পঞ্চম দিনে রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও কেন্দ্র টিকা নিয়েছেন ৫১ হাজার ১৫৯ জন। এ পর্যন্ত টিকা নিয়েছে ৫ লাখ ৪২ হাজার ৩০৯জন। এদের মধ্যে পুরুষ ৩ লাখ ৮৬ হাজার ৫৭৮, নারী ১ লাখ ৫৫ হাজার ৭৩১ জন। ১৬ তম দিন শেষে এ পর্যন্ত নিবন্ধন করেছেন ১২ লাখ ৩৩ হাজার ৫৪১ জন।

[৩] বয়সসীমার ক্ষেত্রে টিকা দেয়ার শর্ত কিছুটা শিথিল ও হওয়ায় এখন গড়ে প্রতিদিন প্রায় ২ থেকে আড়াই লাখ নিবন্ধন হচ্ছে বলে জানান, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক(এমআইএস) ডা. মিজানুর রহমান।

[৪] টিকা দেওয়া শুরু হয় সকাল ৮ টা থেকে কিন্তু তার আগেই কেন্দ্র ভিড় করেন আগ্রহীরা। গত কয়েকদিন ভ্যাকসিন নেওয়া অনেক কেন্দ্রে আসেন পরিবারের সদস্যদের নিয়ে এতে ভিড় জমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ রাজধানীর বিভিন্ন হাসপতালে। ঢামেকে ভিড় সামলাতে মাইকিং করা হয়েছে।

[৫] বৃহস্পতিবার টিকা নেন জবি উপাচার্য, আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেনসহ কেন্দ্রীয় ৯ নেতা, বঙ্গভবনের ১৮ কর্মকর্তা ও তাদের পরিবার।

[৬] রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে টিকা নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। তিনি বলেন, ‘অ্যালার্জি দুই রকমের। একটি শারীরিক, আরেকটা ভারতীয়। যাদের ভারতীয় অ্যালার্জি আছে তাদের টিকা না নেওয়াই ভালো।

[৭] ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে টিকা গ্রহণ শেষে দেলোয়ার হোসেন বলেন, কোনও ধরনের সমস্যা অনুভব করছি না। তিনি সব শ্রেণি-পেশার মানুষকে নির্ভয়ে টিকা গ্রহণের আহ্বান জানান।

[৮] নিউরো সায়েন্স হাসপাতালে টিকা নেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টর বিপ্লব বড়ুয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকাইয়া সুলতানা, শিক্ষা বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. শাম্মী আহমেদ, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, কার্যনির্বাহী সংসদের সদস্য আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন ফরাজী, আজিজুস সামাদ ডন, আব্দুল আউয়াল শামীম।

[৯] আজিমপুর মা ও শিশু হাসপাতালে ভ্যাকসিন গ্রহণ শেষে তুরাগ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সফিউল্লাহ বলেন, যেখানে পৃথিবীর অনেক উন্নত দেশ এখনো টিকা পাইনি; সেখানে আমাদের দেশে নানা গুজব ছড়ানো হয়েছে। যতই দিন যাচ্ছে মানুষের ভুল ভাঙ্গছে। সবাই আসছেন টিকা নিতে। সামনে এ ভিড় আরো বাড়বে মনে মনে হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়