শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ০১:২৩ রাত
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ০১:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৫ মার্কিন পরোপকারীর ১৪৯ বিলিয়ন ডলার দান

রাশিদ রিয়াজ : এরাই মহান মার্কিন পরোপকারী হিসেবে সুপরিচিত যারা কোভিড মহামারীতে নিজেদের ধনসম্পদ দান করতে পিছপা হন না। তাদের মধ্যে শীর্ষে অবস্থান করছেন ম্যাকেঞ্জি স্কট যিনি তার সাবেক স্বামী ও যুক্তরাষ্ট্রের শীর্ষ ধনী জেফ বেজোসের সঙ্গে ২০১৯ সালে ডিভোর্স হওয়ার পর বিশে^র ধনবতী নারী হিসেবে আত্মপ্রকাশ করেন। যুক্তরাষ্ট্রের ৫শ প্রতিষ্ঠানকে তিনি ৫.৮ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দিয়েছেন। তার মোট সম্পদের পরিমান ৫৫.২ বিলিয়ন ডলার। ফোর্বসের অনুসন্ধানে দেখা গেছে শীর্ষ ৫ মার্কিন পরোপকারী সারাজীবন যা দান করেছেন ম্যাকেঞ্জি স্কট একাই তারচেয়ে বেশি দান করেছেন।

মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস ও তার স্ত্রী মেলিন্ডা গেটস তাদের ফাউন্ডেশনের মাধ্যমে এসময় করোনাভাইরাস ভ্যাকসিনের গবেষণায় দান করেছেন ১.৭৫ বিলিয়ন ডলার। নিউইয়র্ক সিটির সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গ কোভিড সহায়তা হিসেবে দান করেছেন ৩৩০ মিলিয়ন ডলার। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ দিয়েছেন ১শ মিলিয়ন ডলার। জাকারবার্গের সম্পদের পরিমান ৯০ বিলিয়ন ডলার এবং দান করেছেন এপর্যন্ত ২.৭ বিলিয়ন ডলার। জলবায়ু পরিবর্তন ও দারিদ্র বিমোচনে এসব মার্কিন পরোপকারীদের দানের হাত অনেক লম্বা। জাকারবার্গ ও বিনিয়োগকারী জর্জ সরোস গণতন্ত্রের উত্তরণে বিলিয়ন ডলার দান করেন অকাতরে। ফোর্বসের হিসেবে এমন ২৫ মার্কিন পরোপকারী তাদের জীবদ্দশায় ১৪৯ বিলিয়ন ডলার দান করার পরও তাদের মোট সম্পদের পরিমান হচ্ছে ৭৯৯ বিলিয়ন ডলার।

এই ধরনের মার্কিন নাগরিকদের বাইরেও অন্যদেশের নাগরিক কিন্তু বাস করছেন যুক্তরাষ্ট্রে তাদেরও দানের হাত কম লম্বা নয়। যেমন ওয়ালটনস পরিবার যারা ওয়ামার্টের শেয়ার নিয়ন্ত্রণকারী হিসেবে সুপরিচিত কিংবা হ্যান্সজর্জ উইস যিনি সুইজ্যারল্যান্ডের নাগরিক কিন্তু বাস করছেন যুক্তরাষ্ট্রে তারাও এধরনের দানে অভ্যস্ত। ওয়ারেন বাফেট স্বাস্থ্য, দারিদ্র বিমোচেনে এপর্যন্ত দান করেছেন ৪২.৮৮ বিলিয়ন ডলার। তারপরও তার সম্পদ রয়েছে ৮৮.৮ বিলিয়ন ডলার। এই কিংবদন্তী মার্কিন বিনিয়োগকারী ইতিমধ্যে তার সম্পদের ৯৯ শতাংশই দান করবেন বলে ইচ্ছা প্রকাশ করেছেন। বছরে উপহার হিসেবে বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনকে ওয়ারেন বাফেট প্রচুর দান করে থাকেন। এই ফাউন্ডেশন যুক্তরাষ্ট্রের বাইরেও দারিদ্র বিমোচন ও স্বাস্থ্য খাতে উন্নয়নে কাজ করছে। বাফেট পরিবারের চারটি দাতব্য প্রতিষ্ঠান রয়েছে যারা অকাতরে এই দান পেয়ে থাকে। বাফেট বলেন আমার তিন সন্তান ও স্ত্রীর বক্তব্য হচ্ছে ধনসম্পদ কখনো অপরাধ নয় বরং তা পরোপকারে কাজে লাগানো সম্ভব। ২০১০ সালে বাফেট পরামর্শ দিয়ে বলেছিলেন বিলিয়নারিদের অর্ধেক সম্পদ দান করে দেওয়া উচিত। তার কথায় সায় দিয়ে অনেক বিলিয়নারি এগিয়ে আসেন। অর্জিত সম্পদের ১ শতাংশের বেশি নিজের জন্যে ব্যয় করা সম্ভব নয়ও বলেছিলেন ওয়ারেন বাফেট।

বাফেটের কথায় সাড়া দিয়ে বিল ও মেলিন্ডা তাদের ১২০.৭ বিলিয়ন ডলারের সম্পদ থেকে ইতিমধ্যে ২৯.৮ বিলিয়ন ডলার দান করেছেন। বছরে তাদের ফাউন্ডেশন অনুদান হিসেবে যে ৫ বিলিয়ন ডলার দান করছে তা গবেষণা, চিকিৎসা ও পরীক্ষায় ব্যয় হচ্ছে। আরেক পরোপকারী জর্জ সরোসের মোট সম্পদ ৮.৬ বিলিয়ন ডলার হলেও ইতিমধ্যে ১৬.৮ বিলিয়ন ডলার দান করে ফেলেছেন। তার ফাউন্ডেশন এই দানের টাকায় ১২০টি দেশে গণতন্ত্রকে শক্তিশালী ও ভোটের অধিকার রক্ষায় কাজ করছে। গত বছর এই খাতে তার ফাউন্ডেশন বরাদ্দ দেয় ১৪০ মিলিয়ন ডলার। গত বছর মোট ১.২ বিলিয়ন ডলার দান করেছেন সরোস। সরোস বৈষম্য হ্রাসে, বিচার বিভাগের সংস্কার ও সাংবাদিকতার উন্নয়নে দু’হাতে দান করতে অভ্যস্ত। কোভিডের শুরুতেই সরোস ৩৭ মিলিয়ন ডলার দানের ঘোষণা দেন। যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গদের উন্নয়নে ২২০ মিলিয়ন ডলার দান করেন তিনি। নিউইয়র্কের সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গের মোট সম্পদের পরিমান ৫৪.৯ বিলিয়ন ডলার এবং তিনি এপর্যন্ত দান করেছেন ১১.১ বিলিয়ন ডলার। গত এক দশকে তামাক নিয়ন্ত্রণে তিনি ১ বিলিয়ন ডলার দান করেছেন। কোভিড মোকাবেলায় দিয়েছেন ৩৩০ মিলিয়ন ডলার। কৃষ্ণাঙ্গদের মেডিকেল স্কুলে আগামী ৪ বছরে তিনি ১শ মিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছেন। বিজ্ঞান, মানবাধিকার ও তরুণদের উন্নয়নে চার্লস চাক ফিনি এপর্যন্ত অকাতরে ৮ বিলিয়ন ডলার খরচ করেছেন। বেঁচে থাকতে তিনি বলতেন জীবদ্দশায় দান করে যাওয়া উত্তম। যা বিল গেটস ও ওয়ারেন বাফেটকে উদ্বুদ্ধ করে। চার্লসের শিক্ষাখাতে ৩.৭ বিলিয়ন ডলার দানে অসংখ্য গবেষণার কাজ হয়েছে।

অন্যান্য মার্কিন পরপোকারীর মধ্যে গর্ডন ও তার স্ত্রী বেটি মুর ১১.৮ বিলিয়ন সম্পদের মালিক আর দান করেছেন ৫.১৫ বিলিয়ন ডলার। এলি ও এডিথি ব্রডের সম্পদ হচ্ছে ৬.৯ বিলিয়ন ও দান করেছেন ২.৮ বিলিয়ন ডলার। জিম ও ম্যারিলিন সিমন্সের সম্পদ হচ্ছে ২৩.৫ বিলিয়ন, দান করেছেন ২.৭ বিলিয়ন ডলার। মাইকেল ডেল ও তার স্ত্রী সুসান ডেলের ৪০.৪ বিলিয়ন সম্পদের মালিক, দান করেছেন আড়াই বিলিয়ন ডলার। লিন এবং স্ট্যাসি শুস্টারম্যান ৩.৪ বিলিয়ন ডলারের মালিক, দান করেছেন ১.৮৪ বিলিয়ন ডলার। টি ডেনি স্যানফোর্ড ১.৬ বিলিয়ন ডলারের মালিক হয়েও ১.৮ বিলিয়ন ডলার দান করেছেন। স্টিভ ও তার স্ত্রী কনি বালমারের সম্পদের পরিমান ৭২.৬ বিলিয়ন ডলার ও দান করেছেন ১.৪ বিলিয়ন ডলার। লিওনার্দ লডারের সম্পদ হচ্ছে ২২ বিলিয়ন ডলার, দান করেছেন ১.৪ বিলিয়ন ডলার। ডোনাল্ড ব্রেনের সম্পদের পরিমান ১৫.৩ বিলিয়ন ডলার, দান করেছেন ১.৩ বিলিয়ন ডলার। জর্জ কায়সারের সম্পদ হচ্ছে ৫.৪ বিলিয়ন, দান করেছেন ১.৩ বিলিয়ন ডলার। চার্লস কোচের সম্পদ হচ্ছে ৪৪.৯ বিলিয়ন ও দান করেছেন ১.৩ বিলিয়ন ডলার। জুলিয়া কোচ ও তার পরিবারের সম্পদের পরিমান ৪৪.৯ বিলিয়ন ডলার, দান করেছেন ১.৩ বিলিয়ন ডলার। পিয়েরে ওমিডারের সম্পদের পরিমান ২১.৬ বিলিয়ন, দান করেছেন ১.৩ বিলিয়ন ডলার। জুলিয়ান রবার্টসন জুনিয়রের সম্পদ হচ্ছে ৪.৩ বিলিয়ন ডলার, দান করেছেন ১.৩ বিলিয়ন ডলার। টেড টার্নারের সম্পদ রয়েছে ২.২ বিলিয়ন, দান করেছেন ১.৩ বিলিয়ন ডলার। জন ও তার স্ত্রী লরা আর্নল্ডের সম্পদের পরিমান ৩.৩ বিলিয়ন ডলার, দান করেছেন ১.২৪ বিলিয়ন ডলার। আমস হসটেটার জুনিয়রের সম্পদের পরিমান হচ্ছে ৩.৬ বিলিয়ন আর দান করেছেন ১.২ বিলিয়ন ডলার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়