শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:১৭ সকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টিকা নিবন্ধন ও  গ্রহণে মানুষের আগ্রহ বাড়ায় সরকার আওয়ামী লীগে স্বস্তি

ভূঁইয়া আশিক রহমান: [২] অনগ্রসর জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে শুক্রবার মসজিদে মসজিদে সচেতনতামূলক প্রচারণা চালানো হবে।

[৩] চিকিৎসা পেশাজীবীদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি এবং আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, বিরোধীদলের নেতারা বলে বেড়াচ্ছিলেন ভ্যাকসিন বাংলাদেশ কোনোদিন আনতে পারবে না। এলেও ভালো হবে না। বাস্তবতা হচ্ছে তারা এখন টিকা নিচ্ছেন।

[৪] বিশ্বের বহু উন্নত দেশ এখনো ভ্যাকসিন পায়নি। কিন্তু প্রধানমন্ত্রী তার রাজনৈতিক অভিজ্ঞতায় সময়োচিত সিদ্ধান্তে ভ্যাকসিন এনেছেন।

[৫] বিএমএ সারাদেশেই কাজ করছে। চিকিৎসকেরা কাজ করছেন প্রান্তিক মানুষকে সচেতন করার জন্য। ভ্যাকসিন গ্রহণে উদ্বুদ্ধ করতে। আগে আমাদের ভ্যাকসিন গ্রহণের বয়সসীমা ছিলো ৫৫ বছর, এখন সেটা ৪০ করে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর নির্দেশনায়।

[৬] ভ্যাকসিনের কোনো সংকট হবে না। নিবন্ধন করতে না পারলে বুথগুলোতে গেলে তাদের সহযোগিতায় ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন।

[৭] এমপি, মন্ত্রী, দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ভ্যাকসিনেশন সফল করার জন্য কাজ করছেন। বিশ্বাস করি, আমরা অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবো।

[৮] আইইডিসিআরের অন্যতম উপদেষ্টা ডা. মুশতাক হোসেন বলেন, ওয়ার্ড কাউন্সিলররা প্রচার-প্রচারণা চালাবেন। প্রান্তিক-অনগ্রসর মানুষকে নিবন্ধনে সহযোগিতা করতে হবে। ডিজিটাল পদ্ধতিটি হয়তো অনেকের কাছে কঠিন মনে হচ্ছে।

[৯] জনপ্রতিনিধি এবং স্বেচ্ছাসেবকরা যদি পিছিয়ে পড়া মানুষের বাড়ি বাড়ি গিয়ে নিবন্ধন করেন, কার্ডটা ছাপিয়ে দেন, তাহলে অনেকটা সহজ হবে। সম্পাদনা: রায়হান রাজীব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়