শিরোনাম
◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস ◈ শাপলা প্রতীক নিয়ে রাজনীতিতে নতুন বিতর্ক!

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:৫৮ সকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোরে হোটেল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা

জাহদিুল কবীর : যশোরে কুরবান আলী পচা (৩৫) নামে এক হোটেল ব্যবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্ত। আহত পচা শহরের পুরাতন কসবা কাজীপাড়ার মোহাম্মদ আলীর ছেলে।

তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে যশোর শহরের পুরাতন কসবা সেবাসংঘ স্কুলের সামনে এঘটনা ঘটে।

আহত পচার স্ত্রী সোনিয়া জানান, খোলাডাঙ্গা ধর্মতলা কদমতলা এলাকার পিরু পচার পূর্ব পরিচিত। পিরু কয়েক দিন আগে পচার কাছ থেকে একজন ছাত্রীকে ভর্তি করার জন্য ২ হাজার টাকা অনুদান হিসাবে নেয়। কিন্তু পিরু ওই টাকা ছাত্রীকে না দিয়ে নিজেরা খেয়ে ফেলে। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাতে পচা পিরুকে বলে তুই ২ হাজার টাকা কাকে দিয়েছিস আমাকে দেখাবি।

এই নিয়ে দুজনের ভিতর কথাকাটা হয়। শহরের আরএন রোডে পচার একটি খাবারের হোটেল আছে। সেখানে যাওয়ার জন্য বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে পচা বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়। চুয়াডাঙ্গা স্টান্ড পার হয়ে সেবাসংঘ স্কুলের সামনে পৌছুলে সদর উপজেলার খোলাডাঙ্গা ধর্মতলা কদমতলা এলাকার চুন্টুর ছেলে পিরু (৪২), মিরু (৪৬), রানা (৩০) ও পুরাতন কসবা কাজীপাড়া এলাকার খালেকের ছেলে আমিরুল (৪১) পচার মোটর সাইকেলের গতিরোধ করে তাকে দাড়া করায়। এরপর কোন কিছু বুঝে উঠার আগে সন্ত্রাসীরা পচাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালর সার্জারী বিভাগের চিকিৎসক এন কে আলম বলেন, ধারাল অস্ত্রের আঘাতে আহত পচার শরীর থেকে প্রচুর রক্ত ক্ষরণ হয়েছে। তার মাথায় ধারালো অস্ত্রের কোপে হাড় বসে গেছে। পচার পেটে, পিঠে, ডান হাতে, ডান পায়ে, কুপিয়ে গুরুত্বর জখম করা হয়। তার অবস্থা খুবই আশঙ্কাজনক। একারণে পচাকে ঢাকায় রেফার্ড করা হয়।

কোতয়ালী থানার ইনসপেক্টর (লজিস্টিক) সুমন ভক্ত বলেন, হাসপাতালে আছি। ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়