শিরোনাম
◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫ ◈ ঐকমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে: প্রেস সচিব ◈ রাজনৈতিক কর্মসূচিতে ফের গরম হচ্ছে রাজপথ ◈ ফরিদপুরের কুমার নদে ট্রলার-স্প্রিটবোর্ডে প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া ◈ ‎ব্রিটিশ ট্যোবাকো কোম্পানির তামাকবাহী ট্রাক থেকে গাঁজাসহ আটক-৩ ◈ ঢাকা-ওয়াশিংটন সামরিক মহড়া, নজর রাখছে ভারত ◈ রোববার ভারত-পাকিস্তান এ‌শিয়া কা‌পে আবা‌রো লড়াই‌য়ে নাম‌ছে

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ০১:২৪ রাত
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ০১:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উন্নত সেবা দিতে গণপূর্তে ৭০ ভাগ ই-ফাইলিং কার্যক্রম চালু

সুজিৎ নন্দী: [২] সেবা সহজীকরণ, সরকারি জমি অবৈধ দখল মুক্তকরণ, অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিতকরণে ডিজিটাল প্রযুক্তি গ্রহণ, বস্তিবাসী ও ছিন্নমূল মানুষের জন্য আবাসন প্রকল্প গ্রহণসহ উন্নয়ন মূলক কর্মকাণ্ডের মাধ্যমে গত এক বছরে দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। ই-ফাইলিং কার্যক্রম চালু হওয়ায় রাজউক ও গণপূর্ত অধিদপ্তরের চেহারা বর্তমানে পাল্টে গেছে।

[৩] আইটি বিভাগ জানায়, ওয়েবসাইটের মাধ্যমে নাগরিকরা এই অধিদপ্তর সম্পর্কে জানতে পারবে। এজন্য গণপূর্ত অধিদপ্তরের সিটিজেন চার্টার ওয়েবসাইটে রাখা আছে এবং আমি আশা করি এটি স্টেকহোল্ডারদের উন্নততর সেবা নিশ্চিত করার মাধ্যমে অধিদপ্তরের ভাবমূর্তি বৃদ্ধি করবে।

[৪] গণপূর্তেও উদ্ধতন কর্মকর্তা জানান, এই ২১ শতকে আমরা আইসিটির অগ্রযাত্রা থেকে নিজেদের গুটিয়ে রাখতে পারিনা, কারণ আইসিটি হলো আধুনিক ব্যবস্থা যাতে ই-গভর্নেন্সের ব্যবহারের মাধ্যমে সরকারি কাজে স্বচ্ছতা, দক্ষতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা যায়। গণপূর্ত অধিদপ্তরের আইসিটি উন্নয়ন আমাদেও কর্ম তালিকায় অগ্রাধিকার পাচ্ছে।

[৫] সূত্র জানায়, উন্নত সেবা নিতে কোনও ব্যক্তি তার কাজের বিষয়ে আবেদনের অবস্থান, অগ্রগতি সম্পর্কে অনলাইনে জানতে পারবেন। ফলে কাজের স্বচ্ছতা নিশ্চিত হবে। প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসেবে ই-ফাইলিং বেশ সাফল্য কুড়িয়েছে বলে একাধিক সূত্র জানায়।

[৬] ই-ফাইলিং কার্যক্রমে সাধারণ মানুষ এখন ঘরে বসে যে কোনো সেবা নিতে পারছে। ফলে একদিকে যেমন দুর্ভোগ কমছে অন্য দিকে অনিয়ম কমে আসছে শতভাগ।

[৭] সূত্রে জানা গেছে, গণপূর্ত অধিদপ্তর তার দেশব্যাপী অফিস কার্যক্রমের মাধ্যমে ভবন নির্মাণ ক্ষেত্রে সকল উঠতি চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম। এর সুযোগ্য, প্রশিক্ষিত এবং নিবেদিতপ্রাণ কর্মী বাহিনী দেশের একাধিক জটিল প্রকল্প সম্পন্ন করে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ।

[৮] এদিকে, বর্তমানে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থাানে হাসপাতালগুলোতে প্রয়োজনীয় পূর্ত কাজ দ্রুততার সাথে সম্পন্ন করেছে গণপূর্তের প্রকৌশলীরা। এছাড়া নতুন করে জরুরিভিত্তিতে যেসব কাজের নির্দেশনা আসছে তাও দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার উদ্যোগ নেয়া হয়েছে।

[৯] এজন্য দেশজুড়ে গণপূর্তের প্রকৌশলীরা রাত-দিন কাজ করে যাচ্ছেন। কাজের অগ্রগতি পর্যালোচনা করতে গৃহায়ণ ও পূর্ত মন্ত্রণালয়ের উচ্চপর্যায় থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়