ইসমাঈল ইমু : [৩] মাদকসেবীদের কাছে চাহিদা থাকায় বাজারে ছাড়া হয়েছে নকল ইয়াবা। ক্ষতিকর রাসায়নিক উপাদান দিয়ে বানানো এসব ইয়াবা সেবনে মৃত্যুও হতে পারে।
[৪] মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, নকল ইয়াবা তৈরি হচ্ছে মাত্র ২ থেকে ৩ টাকায়। ব্যবহার করা হচ্ছে ক্ষতিকর রাসায়নিক। যা রূপ নিচ্ছে বিষক্রিয়ায়। আর বাজারে এসব ইয়াবা বিক্রি হচ্ছে ৩শ’ টাকায়।
[৫] মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান রাসায়নিক পরীক্ষক ডা. দুলাল কৃষ্ণ সাহা বলেন, ইয়াবার মত দেখতে আমাদের কন্টাসেপ্টিক পিল ও পেইন কিলার আছে। এ দেশে সচরাচর যে ইয়াবাটা আসে সেটা লালচে থাকে। এটাকে মডিফাই করার পর রঙটা ঠিক করতে পারে না।
[৬] নকল ইয়াবা সেবনে প্রথম পর্যায়ে মাদকসেবীরা সেভাবে উদ্দীপনা বোধ করে না। ফলে তারা বেশি পরিমাণে সেবন করে। এতে তাৎক্ষণিক মৃত্যুর ঝুঁকি থেকে যায়।
[৭] বিশেষজ্ঞরা বলছেন, নকল ইয়াবা সেবনে হৃদযন্ত্র, ফুসফুস, লিভার, কিডনি থেকে শুরু করে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো দ্রুত ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া নকল ইয়াবা সেবনে রক্তচাপ বৃদ্ধির পাশাপাশি, লিভার সিরোসিস ও লিভার ক্যান্সার হচ্ছে বলে জানান তারা। সম্পাদনা: রায়হান রাজীব