আফরোজা সরকার: [২] রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ৮টি বুথের মাধ্যমে করোনার টীকা দেয়া গত কাল রোববার থেকে শুরু হয়েছে। রংপুর সিটি করর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা প্রথম টীকা গ্রহনের মাধ্যমে করোনার টীকা কার্যক্রমের উদ্বোধন করেন।
[৩] এরপর টীকা দেন রংপুর মেডিকেল কলেজের অধ্যাক্ষ অধ্যাপক ডা, নুরন্নবী লাইজু , অর্থপেডিকস বিভাগের বিভাগের অধ্যাপক ডা, শফিকুল ইসলাম . অধ্যাপক হামিদুর রহমান। এর পরেই চিকিৎসক নার্স , আয়া সহ চিকিৎসার সাথে সংপৃক্তরাও টীকা প্রদান করেন। তবে টীকা দেবার ব্যাপারে প্রতিক্রিয়া ব্যাক্ত করতে গিয়ে বলেন টীকা দেয়া খুবই সহজ , কোন ব্যাথা অনুভব হয়নি এমনকি কোন পার্শ্বপ্রতিক্রিয়া অনুভুত হয়নি। রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা টীকা দিয়ে বলেন টীকা দেবার ব্যাপারে সামাইজক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক প্রচারনা করা হচ্ছে। এসব গুজবে কান দিয়ে সকলকে টীকা দেবার আহবান জানান তিনি।
[৪] রংপুর মেডিকেল কলেজের অধ্যাক্ষ অধ্যাপক ডা, নুরন্নবী লাইজু টীকা গ্রহন করে বলেন টীকা দেবার সময় কোন ব্যাথা অনুভুত হয়নি এবং দেবার পরেও কোন সমস্যা হয়নি। তিনি নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলেন । তিনি বলেন জাতির জনক বঙ্গবন্ধু কন্যা টীকা দেশে অনেক দেশের আগে এনে যে দৃঢতার পরিচয় দিয়েছেন সে জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলকে করোনার টীকা দেবার আহবান জানান। আজ শনিবার সাড়ে ৫শ চিকিৎসক নার্স স্বাস্থ্য কর্মীদের টীকা দেয়া হবে।