শিরোনাম
◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০২:৫৪ রাত
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০২:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওসির গাড়ি থেকে নিখোঁজের ১৩ ঘণ্টা পর বাড়ি ফিরলেন মেয়রপ্রার্থী

ডেস্ক রিপোর্ট: নিখোঁজের ১৩ ঘণ্টা পর বাড়ি ফিরলেন মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়রপ্রার্থী মশিউর রহমান সবুজ। ডিবিসি নিউজ

রোববার ভোরে নিজ বাড়িতে ফেরেন তিনি। এর আগে, গতকাল রাতে মসিউরকে পুলিশের গাড়িতে তুলে নেয়ার অভিযোগে থানা ঘেরাও করে প্রতিবাদ করে তার সমর্থকেরা। পরে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীর সমর্থকরা ঘটনাস্থলে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অর্ধশত মানুষ আহত হয়।

কালকিনি পৌরসভা নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মসিউর রহমান সবুজকে পুলিশের গাড়িতে তুলে নেয়া হয়েছে, এমন অভিযোগ ওঠার পরপরই ক্ষোভে ফেটে পড়ে সমর্থকরা।

বিক্ষোভ মিছিল নিয়ে থানা ঘেরাও করে কয়েক হাজার সমর্থক। কালকিনি থানার তিনটি মোড়ে টায়ার জ্বালিয়ে, যানবাহন ভাঙচুর করে যান চলাচল বন্ধ করে বিক্ষুব্ধরা।

পরে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এস এম হানিফের সমর্থকেরা ঘটনাস্থলে এলে দুপক্ষের সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শতাধিক রাবার বুলেট ছোড়ে পুলিশ। টানা দুই ঘণ্টার সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত হয়। পরে পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হান্নান বলেন, স্বতন্ত্র প্রার্থী সবুজ তা ব্যক্তিগত কাজে ঢাকায় অবস্থান করছে বলে আমরা জেনেছি। কাজ শেষ করে সে ইতোমধ্যে আবার কালকিনিতে রওনা দিয়েছে। কিন্তু তার সমর্থকরা একটা ভ্রান্ত ধারণার উপর ভিত্তি করে এই উত্তেজনা সৃষ্টি হয়েছে।

ভাঙচুরে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়