রাজু চৌধুরী : [২] শনিবার (৬ ফেব্রুয়ারি) এই ইয়াবা উদ্ধারের বিষয়টি পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
[৩] গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মো. রবিউল ইসলাম টুটুল (৩৬) পাবনা জেলার সাথিয়া থানাধীন গোপিনাথপুর উত্তরপাড়া এলাকার সামছুল হকের ছেলে।
[৪] জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দোহাজারী সিটি সেন্টারের সামনে অভিযান চালিয়ে ১ লক্ষ পিস ইয়াবাসহ মো. রবিউল ইসলাম টুটুলকে গ্রেপ্তার করা হয়। ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
[৫] এ ঘটনায় মামলা দায়েরের পর আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশ সুপার। কক্সবাজার থেকে নিয়ে আসা হচ্ছিল এসব ইয়াবা।