শিরোনাম
◈ গণভোট আগে না হলে ফেব্রুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য হবে না: তাহের ◈ শেখ হাসিনার বিরুদ্ধে যুক্তিতর্ক শেষ, রায়ের দিন ধার্য হবে কাল ◈ তত্ত্বাবধায়ক সরকার ফিরলে সংসদের ক্ষমতাকে খর্ব করবে কিনা, প্রশ্ন প্রধান বিচারপতির ◈ সচল ১৬ স্থলবন্দরে ১ কোটি ৫২ লাখ টন পণ্য আমদানি, ৮ বন্দর নিষ্ক্রিয় ◈ ধর্ষকের সঙ্গে ধর্ষণের শিকার নারীর বিয়ে বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ◈ ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে উৎসবমুখর, জার্মান রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ ১২ নির্দেশনা মানতে হবে সেন্টমার্টিন দ্বীপে যেতে  ◈ সরকারের দলীয় উপদেষ্টা ও প্রশাসনের ব্যক্তিদের বদলাতে হবে: আনিসুল ইসলাম মাহমুদ ◈ এএফ‌সি কা‌পের বাছাই‌য়ে ভারতের বিরু‌দ্ধে খেলার আ‌গে আফগানিস্তানের স‌ঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ◈ ট্রফির দরকার হ‌লে পু‌রো দল দুবাই এসে নিয়ে যাও, ভারতের মেইলের জবাবে এ‌সি‌সি প্রধান মহ‌সিন নাকভি

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৩০ সকাল
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী দরিদ্রদের যে পাকা ঘর দিয়েছেন এগুলোর বাজেট ছিল খুব কম

ফজলুল বারী: প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দরিদ্রদের পাকা ঘর দিয়েছেন এগুলোর বাজেট ছিল খুব কম। দুই কক্ষের ঘর, রান্নাঘর, বাথরুম, সামনের বারানদা সহ ১ লাখ ৭১ হাজার টাকার মধ্যে একেকজনের বাড়ি বানাতে হয়েছে। অথচ মুজিববর্ষ উপলক্ষে উপজেলায় উপজেলায় যে মসজিদ নির্মাণ করা হচ্ছে এর শুধু গেট তথা তোরন নির্মাণের বাজেটই ১ লাখ ১৪ হাজার টাকা! ইউএনওদের বলা হয়েছে ওই বাজেটের মধ্যে ঘর করে দিতে হবে। তারা তা করেছেন। এরমধ্যে প্রথাগত ঠিকাদার ছিলেননা। ফেসবুক থেকে

ইউএনওরা নিজেরা নির্মান সামগ্রী কিনে এলাকার মিস্ত্রিদের ডেকে সবাইকে নিয়ে এক রকম অসাধ্য সাধন করেছেন। আমার এ নিয়ে একাধিক ইউএনও’র সঙ্গে কথা হয়েছে। তারাও জানেন এই টাকায় এই বাজারে বাড়ি বানানো সম্ভব নয়। সরকারি কর্মকর্তা, মুখ ফুটে বলতে পারেননা। এসব বাড়ির সামনে পিছনে রাস্তা বা কোন কিছুই পাকা করা হয়নি। বর্ষায় কাদা হবে। ইউএনওরা বলেছেন এখন কাবিখার গম দিয়ে রাস্তা পাকা সহ নানা প্রয়োজন মেটানোর চেষ্টা করা হবে।

বই উৎসবের মতো এসব বাড়ি উৎসব এলাকায় এলাকায় আলোচনার বিষয়। কিন্তু বাংলাদেশে যা হয় এসব বাড়ি নিয়েও তা শুরু হয়েছে। যুগান্তর রিপোর্ট করেছে অমুক জায়গার অমুকের বাড়ির দেয়াল ধসে পড়েছে। আমাকে একজন ইউটিউবের একটি ক্লিপ ইনবক্সে দিয়ে হাহাকার করতে করতে বলেছেন, আমাদের স্বপ্নগুলো এভাবে ধংস করছে কারা! বাড়ি কতগুলো বানানো হয়েছে? মোট কয়টা বাড়িতে সমস্যা পেয়েছেন? একটু দৃষ্টিভঙ্গি বদলান। তরুন তুখোড় একদল ইউএনও কাজ করছে সারাদেশে। বাড়ি যেগুলোর সমস্যা চিহ্নিত হবে এর প্রতিকার এই ইউএনওরাই করার যোগ্যতা রাখেন। তাদের মাথার ওপরে শেখ হাসিনাতো আছেনই। যিনি ঘর দিয়েছেন, ঘরের সমস্যা সমাধানের নতুন প্রকল্প বরাদ্দও তিনি দিতে পারবেন। এরচেয়ে বরং তখন নতুন কি নিয়ে হাহাকার করবেন এর ফর্দ অনুসন্ধান করতে পারেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়