শিরোনাম
◈ নিউইয়র্কে জোহরান মামদানির জয়: কেন ক্ষুব্ধ মোদি সমর্থকেরা? আল–জাজিরার প্রতিবেদন ◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:১৯ সকাল
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইনশৃঙ্খলা উন্নয়নে ব্রাহ্মণবাড়িয়ার শ্রেষ্ঠ থানা সরাইল

আরিফুল ইসলাম :[২] মাসিক অপরাধ পরিস্থিতি, গ্রেফতারি পরোয়ানা তামিল, আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অপরাধ বিষয়ক অন্যান্য বিষয়ে ভালো ভূমিকা রাখায় এই থানাকে শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়াও বিট পুলিশিং কার্যক্রমেও জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে সরাইল থানা পুলিশ।বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ আয়োজিত জেলার ৯টি থানার জানুয়ারি মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় গত জানুয়ারি মাসের ভালো পারফরম্যান্সের পুরস্কার স্বরূপ এই ঘোষণা দেওয়া হয়েছে।

[3] জেলার ৯টি থানার মধ্যে সরাইল থানা শ্রেষ্ঠ থানা নির্বাচিত হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন মুহাম্মদ নাজমুল আহমেদকে বিশেষ পুরস্কার প্রদান করেন।এছাড়াও বিট পুলিশিং কার্যক্রমে জেলায় শ্রেষ্ঠ বিট পুলিশিং কর্মকর্তা নির্বাচিত হয়েছেন সরাইল থানার উপ-পরিদর্শক (এসআই) গৌতম চন্দ্র দে, বিট পুলিশিং-এ জেলায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন ।

[4] শুক্রবার রাতে এ বিষয়ে জানতে চাইলে সরাইল থানার ওসি আল মামুন মুহাম্মদ নাজমুল আহমেদ বলেন,' জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. রইছ উদ্দিন এবং সরাইল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিছুর রহমান স্যারের সুনির্দিষ্ট  দিকনির্দেশনা এবং তত্ত্বাবধানে আমরা কাজ করেছি।  সম্পাদনা: অনন্যা আফরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়