কূটনৈতিক প্রতিবেদক: [২] শুক্রবার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বলেন, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আসিয়ানের প্রধানের সঙ্গে কথা বলে মিয়ানমারের বিষয়ে একটি বিশেষ বৈঠক আয়োজনের চেষ্টা করতে বলা হয়েছে।
[৩] মিয়ানমারে সেনাঅভ্যুত্থানের পর সেখানের গণতান্ত্রিক ব্যবস্থা পুণরুদ্ধারের পথ আরও পিছিয়ে গেলো।
[৪] মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন বর্তমানে ইন্দোনেশিয়া সফরে আছেন বলে বলে বিডি নিউজের প্রতিবেদনে বলা হয়।
[৫] ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট উইদোদো ২০১৮ সালের জানুয়ারি মাসের বাংলাদেশের কক্সবাজারের ক্যাম্প পরিদর্শন করেন এবং তিনি রোহিঙ্গাদের ওপর চলা সহিংসতায় নিন্দা প্রকাশ করেন। সে সময় ইন্দোনেশিয়ার বিমানবাহিনীর চারটা পরিবহন বিমান রোহিঙ্গাদের জন্য বাংলাদেশে ত্রাণ সহায়তা নিয়ে আসে।
[৬] ২০১৭ সালের ঘটনার পরপরই ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সমস্যার বিষয়ে আলোচনার জন্য মিয়ানমার ও বাংলাদেশ সফর করেন।