রাহুল রাজ: [২] দেশের পক্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরি আর ফিফটির রেকর্ড আগেই তামিম ইকবাল নিজের নামের দখল করে রেখেছিল। সেই অর্জনের পাশে এবার নতুন এক বদনামের রেকর্ড ও যুক্ত হল।
[৩] বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে তামিম ইকবাল ৩৩ টি ডাক মেরে (শূণ্য রান) মাশরাফির সঙ্গে যৌথভাবে শীর্ষ অবস্থান করছেন।
[৪] দ্বিতীয় স্থানে ৩১ টি ডাক নিয়ে মোহাম্মদ আশরাফুল, ২৬ টি নিয়ে মুশফিকুর রহিম তৃতীয়, ২৫ ডাক মেরে হাবিবুল বাশার সুমন আছেন চতুর্থ অবস্থানে।