ফিরোজ আহম্মেদ:[২]ঝিনাইদহের কালীগঞ্জ মাহতাব উদ্দীন ডিগ্রী কলেজের অর্নাস ইতিহাস বিভাগের ১ম বর্ষের ছাত্র সোহেল ট্রেনের ধাক্কায় নিহত হয়েছে।
[৩]নিহত কলেজ ছাত্র সোহেল খামার মুন্দিয়া গ্রামের আব্দুল আলীমের ছোট পুত্র।জানা গেছে শুক্রবার সকালে খামার মুন্দিয়া গ্রামে দুলাল মুন্দিয়া বাজার টু বাবরা রোডস্থ ট্রেন লাইনের পাশের ধানক্ষেতে সার ও সেচ দিতে যাচ্ছিলো কলেজ ছাত্র সোহেল।আনুমানিক সকাল ৭:৪৫মিনিটের দিকে ট্রেনের ধাক্কায় মাথায় ও হাতে আঘাত পেয়ে নিহত হয়েছে।সম্পাদনা:অনন্যা অফরিন