শিরোনাম
◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি ◈ দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে নির্বাচনী উত্তেজনা ◈ রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী ◈ বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় ইতালির পূর্ণ সমর্থন: জুলাই সনদের প্রশংসা ◈ জামিন প্রক্রিয়ায় যুগান্তকারী পরিবর্তন, ৮ জেলায় ই-বেইলবন্ড চালু ◈ বাংলা চলচিত্রের অভিনেতা ইলিয়াস জাভেদ আর নেই ◈ আজ বিকাল ৫টা থেকে অ্যাপের মাধ্যমে ভোট দিতে পারবেন প্রবাসীরা ◈ এবা‌রো কলকাতা বইমেলায় বাংলাদেশকে যোগ দিতে দিলেন না আয়োজকরা ◈ পাঁচ দিনে ঢুকেছে অন্তত ৫০০ গরু, বাংলাদেশে আসার অপেক্ষায় মিয়ানমার সীমান্তে হাজার হাজার বার্মিজ গরু ◈ স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে প্রয়োজনে লটারি, যেভাবে প্রতীক বরাদ্দ দেয় নির্বাচন কমিশন

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৫৭ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামের আনোয়ারা থেকে অস্ত্র ও মদসহ ৪ সন্ত্রাসী গ্রেফতার করেছে র‌্যাব-৭

রাজু চৌধুরী - চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন বটতলী নুরপাড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র এবং চোলাইমদসহ ০৪ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-৭।

বুধবার (৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সহকারি পরিচালক (মিডিয়া) নূরুল আবছার জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন বটতলী নুরপাড়া এলাকার জনৈক জামালের পূর্বমুখী সেমিপাঁকা দুচালা টিনসেড ঘরের ভিতর কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কতিপয় ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ধাওয়া করে আসামি, তাজমহল বেগম (৩৩), স্বামী- মোহাম্মদ জামাল, পিতা- মৃত বাছা মিয়া, সাং- বটতলী নুরপাড়া, থানা- আনোয়ারা, জেলা- চট্টগ্রাম, আব্দুল খালেক (৫০), পিতা- মৃত সিদ্দিক আহম্মদ, সাং- কুরুশকুর, থানা- আনোয়ারা, জেলা- চট্টগ্রাম, আবুল হাসেম (৪৫), পিতা- আব্দুল জলিল, সাং- দক্ষিণ হাজীগাঁও , থানা- আনোয়ারা, জেলা- চট্টগ্রাম এবং মোঃ ইসমাইল (৪০), পিতা- মৃত আলী আহম্মদ, সাং- বটতলী আশ্রয়গ্রাম, থানা- আনোয়ারা, জেলা- চট্টগ্রামদের আটক করে। আটককৃত আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে বসতঘরের শয়নকক্ষে খাটের নিচে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ০১ টি ওয়ানশুটার গান, ০১ টি থ্রি কোয়াটার গান, ০২ টি চাপাতি, ০২ টি চাকু, ০১ টি তলোয়ার, ০১ টি কিরিচ, ৮৫ লিটার চোলাই মদ উদ্ধারসহ আসামিদের গ্রেপ্তার করা হয়।

আরো জানা যায় দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয়সহ নিজেরা ব্যবহার করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম করে আসছে এবং মাদকদ্রব্য সংগ্রহ করে তা বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামীদের আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়