শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৫৭ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামের আনোয়ারা থেকে অস্ত্র ও মদসহ ৪ সন্ত্রাসী গ্রেফতার করেছে র‌্যাব-৭

রাজু চৌধুরী - চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন বটতলী নুরপাড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র এবং চোলাইমদসহ ০৪ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-৭।

বুধবার (৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সহকারি পরিচালক (মিডিয়া) নূরুল আবছার জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন বটতলী নুরপাড়া এলাকার জনৈক জামালের পূর্বমুখী সেমিপাঁকা দুচালা টিনসেড ঘরের ভিতর কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কতিপয় ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ধাওয়া করে আসামি, তাজমহল বেগম (৩৩), স্বামী- মোহাম্মদ জামাল, পিতা- মৃত বাছা মিয়া, সাং- বটতলী নুরপাড়া, থানা- আনোয়ারা, জেলা- চট্টগ্রাম, আব্দুল খালেক (৫০), পিতা- মৃত সিদ্দিক আহম্মদ, সাং- কুরুশকুর, থানা- আনোয়ারা, জেলা- চট্টগ্রাম, আবুল হাসেম (৪৫), পিতা- আব্দুল জলিল, সাং- দক্ষিণ হাজীগাঁও , থানা- আনোয়ারা, জেলা- চট্টগ্রাম এবং মোঃ ইসমাইল (৪০), পিতা- মৃত আলী আহম্মদ, সাং- বটতলী আশ্রয়গ্রাম, থানা- আনোয়ারা, জেলা- চট্টগ্রামদের আটক করে। আটককৃত আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে বসতঘরের শয়নকক্ষে খাটের নিচে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ০১ টি ওয়ানশুটার গান, ০১ টি থ্রি কোয়াটার গান, ০২ টি চাপাতি, ০২ টি চাকু, ০১ টি তলোয়ার, ০১ টি কিরিচ, ৮৫ লিটার চোলাই মদ উদ্ধারসহ আসামিদের গ্রেপ্তার করা হয়।

আরো জানা যায় দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয়সহ নিজেরা ব্যবহার করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম করে আসছে এবং মাদকদ্রব্য সংগ্রহ করে তা বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামীদের আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়