শিরোনাম
◈ দেশে নিবন্ধিত কোচিং সেন্টার ৬,৫৮৭, অনিয়ন্ত্রিত আরো বহু; নীতিমালা শূন্যতায় বাড়ছে বাণিজ্যিকীকরণ ◈ অনলাইন জুয়ার অর্থ লেনদেনে দুই অভিনেত্রী গোয়েন্দা নজরে ◈ রাবি হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৩৯ প্রার্থী ◈ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে যেভাবে ধরা পড়ল ৫০ প্রতারক! (ভিডিও) ◈ জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসসহ কয়েকটি দল যুগপৎ আন্দোলনে নাম‌ছে, কিন্তু কেন ◈ ভ্যালেন্সিয়ার জা‌লে বার্সেলোনার ৬ গোল ◈ পিআর আদায়ে আন্দোলনে রাজনৈতিক দলগুলোতে মতভেদ ◈ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ কোচ ◈ ফরিদপুরে মহাসড়ক-রেলপথ অবরোধের ঘটনায় ৯০ জনের নামে মামলা ◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ০২:০৪ রাত
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ০২:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কংগ্রেস সদস্যদের নিরাপত্তায় ৯/১১ ধরনের কমিশন করতে বললেন পেলোসি

রাশিদুল ইসলাম : [২] গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে যে উগ্র ট্রাম্প সমর্থকদের হামলা ও দাঙ্গা হয়ে গেছে তা কংগ্রেস সদস্যদের মনের মাঝে এক ভয়াবহ ও শঙ্কাজনক স্মৃতি হয়ে কাজ করছে। এ ভয়াল স্মৃতি মুছে ফেলতে হাউস স্পিকার ন্যান্সি পেলোসি কংগ্রেস সদস্যদের অভয় দিয়ে বলেছেন উচ্চ ক্ষমতার নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। স্পুটনিক

[৩] পেলোসি আস্থা দিয়ে বলেন ৯/১১’এর সন্ত্রাসী ঘটনার পর যেমন একটি কমিশন গঠন করা হয়েছিল তেমনি ক্যাপিটলে হামলার ঘটনায় এধরনের একটি কমিশন বিষয়টি পর্যালোচনা করে যাতে ব্যবস্থা নিতে পারে সে জন্যে জোর প্রচেষ্টা চলছে।

[৪] পেলোসি এ ব্যাপারে লেখা তার চিঠিতে বলেন ক্যাপিটল রক্ষায় এধরনের ব্যবস্থা নিতে হবে কারণ গণতন্ত্রের হৃদয় হচ্ছে এ ভবনটি।

[৫] পেলোসি আরো বলেন সাংবিধানিক দায়িত্ব পালনে যারা এখানে কাজ করে তাদের রক্ষা করা অগ্রাধিকার পাওয়ার যোগ্য।

[৬] ভবিষ্যতে ক্যাপিটলে যাতে এধরনের হামলার ঘটনা না ঘটে সে জন্যে তাৎক্ষণিক নির্দেশ দেওয়া ও নিয়ন্ত্রণের জন্যে অভিযানের প্রস্তুতি, নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে আন্তঃসংযোগ সহযোগিতা, সুরক্ষা অবকাঠামো ও প্রাতিষ্ঠানিক কর্মীদের মনোবল দৃঢ় রাখার উদ্যোগ যাতে নিশ্চিত করা যায় সেজন্যে প্রয়োজনীয় প্রস্তুতিগুলো বিশ্লেষণ করে দেখা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়