নূর মোহাম্মদ: [২] ফেনীর নুসরাত জাহান রাফীর ভিডিও প্রকাশ হওয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাজাপ্রাপ্ত সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের জামিন আবেদনের শুনানিতে বুধবার হাইকোর্ট এ মন্তব্য করেন।
[৩] মোয়াজ্জেম হোসেনের আইনজীবী মুরাদ রেজা বলেন, ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওসি প্রকাশ করেনি। তার মোবাইলে করা ভিডিওটি একজন সাংবাদিক ওসির মোবাইল থেকে নিয়ে প্রকাশ করেছে। তাই এক্ষেত্রে ওসির কোন অপরাধ নেই। যদি অপরাধ হয় তাহলে সেটা ওই সাংবাদিকের। এসময় আদালত বলেন, সাংবাদিককে সুযোগ করে দিলে সে তো তথ্য প্রকাশ করবেই। এতে অপরাধের কিছু দেখছি না।
[৪] আদালত বলেন, একজন ওসি থানার দায়িত্বশীল কর্মকর্তা। সে সাধারণ কেউ না। তাহলে সে কেন তার ব্যক্তিগত মোবাইলে ভিডিও ধারণ করল? আমারাতো তার ওই ভিডিও ধারণ করাটাকেই অপরাধ হিসেবে দেখছি। আর বিচারিক আদালত তো এসব বিষয় বিবেচনায় নিয়েই সাজা দিয়েছেন। পরে শুনানি শেষে হাইকোর্ট মোয়াজ্জেম হোসেনের জামিন আবেদনের শুনানি আগামী ৩ মাসের জন্য মুলতবি করেন।
[৫] ২০১৯ সালের ২৮ নভেম্বর এই মামলায় দুই ধারায় মোয়াজ্জেম হোসেনকে আট বছরের কারাদণ্ড দিয়েছিলেন সাইবার ট্রাইব্যুনালের বিচারক। একইসঙ্গে তাকে ১০ লাখ টাকা অর্থদণ্ডও করা হয়।