শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ০১:৫৩ রাত
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ০১:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাংবাদিকের অনুসন্ধিৎসু মন তথ্য তো খুঁজবেই, ওসি মোয়াজ্জেমের জামিন শুনানিতে হাইকোর্ট

নূর মোহাম্মদ: [২] ফেনীর নুসরাত জাহান রাফীর ভিডিও প্রকাশ হওয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাজাপ্রাপ্ত সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের জামিন আবেদনের শুনানিতে বুধবার হাইকোর্ট এ মন্তব্য করেন।

[৩] মোয়াজ্জেম হোসেনের আইনজীবী মুরাদ রেজা বলেন, ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওসি প্রকাশ করেনি। তার মোবাইলে করা ভিডিওটি একজন সাংবাদিক ওসির মোবাইল থেকে নিয়ে প্রকাশ করেছে। তাই এক্ষেত্রে ওসির কোন অপরাধ নেই। যদি অপরাধ হয় তাহলে সেটা ওই সাংবাদিকের। এসময় আদালত বলেন, সাংবাদিককে সুযোগ করে দিলে সে তো তথ্য প্রকাশ করবেই। এতে অপরাধের কিছু দেখছি না।

[৪] আদালত বলেন, একজন ওসি থানার দায়িত্বশীল কর্মকর্তা। সে সাধারণ কেউ না। তাহলে সে কেন তার ব্যক্তিগত মোবাইলে ভিডিও ধারণ করল? আমারাতো তার ওই ভিডিও ধারণ করাটাকেই অপরাধ হিসেবে দেখছি। আর বিচারিক আদালত তো এসব বিষয় বিবেচনায় নিয়েই সাজা দিয়েছেন। পরে শুনানি শেষে হাইকোর্ট মোয়াজ্জেম হোসেনের জামিন আবেদনের শুনানি আগামী ৩ মাসের জন্য মুলতবি করেন।

[৫] ২০১৯ সালের ২৮ নভেম্বর এই মামলায় দুই ধারায় মোয়াজ্জেম হোসেনকে আট বছরের কারাদণ্ড দিয়েছিলেন সাইবার ট্রাইব্যুনালের বিচারক। একইসঙ্গে তাকে ১০ লাখ টাকা অর্থদণ্ডও করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়