শিরোনাম
◈ অভিবাসন নীতিতে কঠোরতা; ইউরোপ না ছাড়লে হতে পারে দীর্ঘ সময়ের জেল ◈ ঋণের ফাঁদে আমরা ইতিমধ্যেই পড়েছি—এনবিআর চেয়ারম্যানের সতর্কবার্তা ◈ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে যে কঠোর বার্তা দিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য দেশি পর্যবেক্ষক নিবন্ধন সম্পন্ন: ইসি অনুমোদন দিয়েছে ৮১ সংস্থাকে ◈ মঞ্চে গালি দেওয়ায় ঘাড়ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়া হলো সাবেক সমন্বয়ককে, ভিডিও ভাইরাল ◈ আসিফ আকবর–ওমর সানীর ‘শব্দযুদ্ধ’ চরমে: ব্যক্তিজীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ সানীর ভিডিওবার্তা ভাইরাল ◈ জাতীয় সংগীত গাইতে গাইতে প্রিজনভ্যানে ট্রাইব্যুনাল ছাড়লেন পলক (ভিডিও) ◈ দেশের মা‌টি‌তে ৩ ফরম্যাটের সিরিজ খেলে জাতীয় দল থে‌কে অবসর নি‌তে চান সাকিবআল হাসান ◈ যুদ্ধ বিধস্ত সি‌রিয়া ও ফি‌লি‌স্তিন ফিফা আরব কাপের কোয়ার্টার ফাইনালে ◈ জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে করা রিট খারিজ

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:১৯ রাত
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লিওনেল মেসিকে দলে টানতে পিএসজি কর্মকর্তাদের দৌড়ঝাপ

স্পোর্টস ডেস্ক : [২] ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসিকে দলে পেতে চূড়ান্ত পদক্ষেপ নিল।

[৩] স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তি শেষ হচ্ছে এ মৌসুমেই। কাতালান ক্লাবটি থেকে নতুন চুক্তির তেমন কোনো পদক্ষেপ পরিলক্ষিতই হচ্ছে না। বিপরীতে আর্জেন্টইন তারকাকে পেতে দৃঢ় প্রতিজ্ঞ পিএসজি। খুব সম্ভবত মেসিকে পাওয়ার ব্যাপারটি সুরক্ষিত করতেই তারা নেইমারের সঙ্গে ৪ বছরের নতুন চুক্তির পদক্ষেপ নিয়েছে।

[৪] মেসি এবং নেইমারের সম্পর্ক খুবই মজবুত। মাঠ ও মাঠের বাইরে দুজন খুবই ভালো বন্ধু। মেসি আবারো নেইমারের সঙ্গে জুটি বেঁধে খেলতে চান এমন গুজবও রয়েছে বাজরে। খ্যাতনামা সাংবাদিক মার্সেলো বেচলার ব্রাজিলের টিএনটি স্পোর্টসকে জানিয়েছেন, পিএসজির সঙ্গে নেইমারের চুক্তির মেয়াদ বৃদ্ধির সবকিছুই চূড়ান্ত।

[৫] ফরাসি ক্লাবের সঙ্গে ব্রাজিলিয়ান তারকার নতুন চুক্তি হবে ২০২৬ সালের জুন পর্যন্ত। এই সপ্তাহেই যা নিশ্চিত হয়ে যেতে পারে। বর্তমান চুক্তি ২০২২ সালের জুন পর্যন্ত। ২০১৭ সালে ট্রান্সফার ফির রেকর্ড গড়ে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেন নেইমার। তবে ২০১৯ সালেই ন্যু ক্যাম্পে ফেরার চেষ্টা চালিয়েছিলেন, যা শেষ পর্যন্ত সফল হয়নি।

[৬] নেইমার অবশ্য নিজের ভাবনায় বদল এনে ফেলেছেন। জানুয়ারিতে এক সাক্ষাৎকারে বলেছেন পিএসজিতেই থাকতে চান তিনি। এখন পিএসজি কর্মকর্তাদের কাজ মেসিকে রাজি করানো যে, পিএসজিই এখন তার জন্য সঠিক ক্লাব, তিনি চূড়ান্ত পদক্ষেপ নিতে পারেন এবং বার্সা ছাড়তে পারেন।
সূত্র: মার্কা

  • সর্বশেষ
  • জনপ্রিয়