শিরোনাম
◈ উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ, প্রধান উপদেষ্টাকে পাওলা পাম্পালোনি ◈ জকসু নির্বাচন: ২৬ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ৩৫১ ভোটে এগিয়ে শিবিরের রিয়াজুল ◈ ইসিতে যেসব অভিযোগ জানাল জামায়াত ◈ সংগীত বিভাগে শিবির সমর্থিত জিএস-এজিএস প্রার্থীর ঝুলিতে শূন্য ভোট ◈ নিজ দেশের নাগরিক হত্যা, তাদের গণকবর—সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না: প্রধান উপদেষ্টা ◈ গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ কেন? দ্বীপটি কতটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ◈ ব্যাংক ঋণে বাড়ি কেনা সহজ হলো, নতুন সার্কুলার জারি ◈ তারেক রহমান নয়াদিল্লির জন্য “সবচেয়ে নিরাপদ বাজি” ◈ হলফনামায় তথ্য অনিচ্ছাকৃত ভুল ছিল, সংশোধন করেছি: এনসিপি প্রার্থী সারজিস আলম ◈ ‘ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে আমরা অনড়’

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:১৯ রাত
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লিওনেল মেসিকে দলে টানতে পিএসজি কর্মকর্তাদের দৌড়ঝাপ

স্পোর্টস ডেস্ক : [২] ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসিকে দলে পেতে চূড়ান্ত পদক্ষেপ নিল।

[৩] স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তি শেষ হচ্ছে এ মৌসুমেই। কাতালান ক্লাবটি থেকে নতুন চুক্তির তেমন কোনো পদক্ষেপ পরিলক্ষিতই হচ্ছে না। বিপরীতে আর্জেন্টইন তারকাকে পেতে দৃঢ় প্রতিজ্ঞ পিএসজি। খুব সম্ভবত মেসিকে পাওয়ার ব্যাপারটি সুরক্ষিত করতেই তারা নেইমারের সঙ্গে ৪ বছরের নতুন চুক্তির পদক্ষেপ নিয়েছে।

[৪] মেসি এবং নেইমারের সম্পর্ক খুবই মজবুত। মাঠ ও মাঠের বাইরে দুজন খুবই ভালো বন্ধু। মেসি আবারো নেইমারের সঙ্গে জুটি বেঁধে খেলতে চান এমন গুজবও রয়েছে বাজরে। খ্যাতনামা সাংবাদিক মার্সেলো বেচলার ব্রাজিলের টিএনটি স্পোর্টসকে জানিয়েছেন, পিএসজির সঙ্গে নেইমারের চুক্তির মেয়াদ বৃদ্ধির সবকিছুই চূড়ান্ত।

[৫] ফরাসি ক্লাবের সঙ্গে ব্রাজিলিয়ান তারকার নতুন চুক্তি হবে ২০২৬ সালের জুন পর্যন্ত। এই সপ্তাহেই যা নিশ্চিত হয়ে যেতে পারে। বর্তমান চুক্তি ২০২২ সালের জুন পর্যন্ত। ২০১৭ সালে ট্রান্সফার ফির রেকর্ড গড়ে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেন নেইমার। তবে ২০১৯ সালেই ন্যু ক্যাম্পে ফেরার চেষ্টা চালিয়েছিলেন, যা শেষ পর্যন্ত সফল হয়নি।

[৬] নেইমার অবশ্য নিজের ভাবনায় বদল এনে ফেলেছেন। জানুয়ারিতে এক সাক্ষাৎকারে বলেছেন পিএসজিতেই থাকতে চান তিনি। এখন পিএসজি কর্মকর্তাদের কাজ মেসিকে রাজি করানো যে, পিএসজিই এখন তার জন্য সঠিক ক্লাব, তিনি চূড়ান্ত পদক্ষেপ নিতে পারেন এবং বার্সা ছাড়তে পারেন।
সূত্র: মার্কা

  • সর্বশেষ
  • জনপ্রিয়