শিরোনাম
◈ নিউইয়র্কে জোহরান মামদানির জয়: কেন ক্ষুব্ধ মোদি সমর্থকেরা? আল–জাজিরার প্রতিবেদন ◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:১৯ রাত
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লিওনেল মেসিকে দলে টানতে পিএসজি কর্মকর্তাদের দৌড়ঝাপ

স্পোর্টস ডেস্ক : [২] ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসিকে দলে পেতে চূড়ান্ত পদক্ষেপ নিল।

[৩] স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তি শেষ হচ্ছে এ মৌসুমেই। কাতালান ক্লাবটি থেকে নতুন চুক্তির তেমন কোনো পদক্ষেপ পরিলক্ষিতই হচ্ছে না। বিপরীতে আর্জেন্টইন তারকাকে পেতে দৃঢ় প্রতিজ্ঞ পিএসজি। খুব সম্ভবত মেসিকে পাওয়ার ব্যাপারটি সুরক্ষিত করতেই তারা নেইমারের সঙ্গে ৪ বছরের নতুন চুক্তির পদক্ষেপ নিয়েছে।

[৪] মেসি এবং নেইমারের সম্পর্ক খুবই মজবুত। মাঠ ও মাঠের বাইরে দুজন খুবই ভালো বন্ধু। মেসি আবারো নেইমারের সঙ্গে জুটি বেঁধে খেলতে চান এমন গুজবও রয়েছে বাজরে। খ্যাতনামা সাংবাদিক মার্সেলো বেচলার ব্রাজিলের টিএনটি স্পোর্টসকে জানিয়েছেন, পিএসজির সঙ্গে নেইমারের চুক্তির মেয়াদ বৃদ্ধির সবকিছুই চূড়ান্ত।

[৫] ফরাসি ক্লাবের সঙ্গে ব্রাজিলিয়ান তারকার নতুন চুক্তি হবে ২০২৬ সালের জুন পর্যন্ত। এই সপ্তাহেই যা নিশ্চিত হয়ে যেতে পারে। বর্তমান চুক্তি ২০২২ সালের জুন পর্যন্ত। ২০১৭ সালে ট্রান্সফার ফির রেকর্ড গড়ে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেন নেইমার। তবে ২০১৯ সালেই ন্যু ক্যাম্পে ফেরার চেষ্টা চালিয়েছিলেন, যা শেষ পর্যন্ত সফল হয়নি।

[৬] নেইমার অবশ্য নিজের ভাবনায় বদল এনে ফেলেছেন। জানুয়ারিতে এক সাক্ষাৎকারে বলেছেন পিএসজিতেই থাকতে চান তিনি। এখন পিএসজি কর্মকর্তাদের কাজ মেসিকে রাজি করানো যে, পিএসজিই এখন তার জন্য সঠিক ক্লাব, তিনি চূড়ান্ত পদক্ষেপ নিতে পারেন এবং বার্সা ছাড়তে পারেন।
সূত্র: মার্কা

  • সর্বশেষ
  • জনপ্রিয়