মনিরুল ইসলাম: [২] প্রধানমন্ত্রী ও সংসদনেতা শেখ হাসিনা বলেন, করোনা ভাইরাসের কারণে আমি এখন বড় কারাগারে বন্দী আছি। সংসদ অধিবেশন চলাকালীন সময়ে আমি গণভবন থেকে বের হয়ে সংসদে আসি। এতে আমার সুন্দর সময় কাটে। সংসদে এসে সবার সঙ্গে দেখা হয়। ভালো লাগে।
[৩] মঙ্গলবার তিনি সংসদের অধিবেশন সমাপনী বক্তব্য শেষ করার আগে এ কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
[৪] প্রধানমন্ত্রী বলেন, করোনা মধ্যে স্বাস্থ্যবিধি মেনে সফলভাবে এই অধিবেশন পরিচালনা করা হয়েছে। স্বাস্থ্য ঝুঁকি নিয়ে অনেকে দায়িত্ব পালন করেছেন। আমি সকলকে ধন্যবাদ জানাই।