শিরোনাম
◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২১, ১১:১৮ দুপুর
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২১, ১১:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাসুদ হাসান : কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী সুমিতা দেবীর জন্মদিন আজ, নায়িকা প্রধান চরিত্রে ৫০ অভিনয় করেছেন তিনি

মাসুদ হাসান : সুমিতা দেবী বাংলাদেশের প্রথিতযশা চলচ্চিত্র শিল্পী ও বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন। তিনি মানিকগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক জহির রায়হানের সস্ত্রী। বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন সক্রীয় কর্মী ছিলেন তিনি। ১৯৫০ দশকের শেষ দিকে সুমিতা দেবী ঢাকার চলচ্চিত্র শিল্প বা ঢালিউডের অন্যতম নায়িকা ছিলেন। আসিয়া ছবির মাধ্যমে চলচ্চিত্র জীবনের শুভ সূচনা ঘটে তার ’তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো ‘আসিয়া’ ‘মোমের আলো’, ‘আনিস’ ‘কাচের দেয়াল’ ‘বেহুলা’ ‘অভিশাপ’ ‘আগুন নিয়ে খেলা’ ‘আমার জন্মভূমি’ ইত্যাদি।

তার দীর্ঘ অভিনয় জীবনে বাংলাদেশ বেতার (সাবেক রেডিও বাংলাদেশ), বাংলাদেশ টেলিভিশন এবং মঞ্চ নাটকেও সমান তালে অংশগ্রহণ করেছেন। চলচ্চিত্র নির্মাতা হিসেবে সুমিতা দেবী চলচ্চিত্র পরিচালনা করেছেন। ‘পাকিস্তানের সমালোচক পুরস্কার ১৯৬২’ ‘নিগার পুরস্কার (কাচের দেয়াল ১৯৬৩’ ‘বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার’ ‘বাংলাদেশ টেলিভিশন রিপোর্টার সমিতি পুরস্কার’‘আগরতলা মুক্তিযোদ্ধা পুরস্কার’ অর্জন করেন তিনি। তিনি ৬ জানুয়ারি, ২০০৪ সালে মৃত্যুবরণ করেন। তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে রাষ্ট্রীয়মর্যাদায় দাফন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়