শিরোনাম
◈ গভর্নর আহসান এইচ মনসুরকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিল বিনিয়োগকারী ঐক্য পরিষদ ◈ ৫ দুর্বল ইসলামী ব্যাংক: আমানতকারীরা যেভাবে টাকা ফেরত পাবেন ◈ জুলাই সনদ ও গণভোটের দাবিতে জামায়াতসহ আট দলের বিক্ষোভ, রাজধানীতে তীব্র যানজট ◈ এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজ গ্রেফতার ◈ ফের বেড়েছে সোনা-রুপার দাম, দেশে ভরি কত? ◈ ইসির চিঠিতে ‘আমজনতার দল’-এর নিবন্ধন না দেওয়ার নয় কারণ প্রকাশ ◈ ও‌য়েস্ট ই‌ন্ডিজ‌কে ৩ রা‌নে হা‌রি‌য়ে সি‌রিজ সমতায় নিউ‌জিল‌্যান্ড  ◈ এবার কোচ হ‌য়ে জাতীয় দলের ড্রেসিং রু‌মে রোমাঞ্চিত আশরাফুল ◈ ৭ নভেম্বরের চেতনায় সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী গণতন্ত্র বিনির্মাণ করতে হবে : তারেক রহমান ◈ পদ না ছেড়ে নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে যা জানালেন অ্যাটর্নি জেনারেল

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৩১ সকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজনগরে ১১ মাদকসেবী আটক

স্বপন দেব: [২] রোববার (৩১ জানুয়ারি) রাতে রাজনগরের মাথিউড়া চা বাগান থেকে মদ্যপ অবস্থায় তাদের আটক করা হয়।

[৩] পুলিশ জানায়, রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের মাথিউড়া চা বাগান এলাকায় বিভিন্ন এলাকার লোকজন দেশিয় মদ পানের জন্য আসে এমন অভিযোগ পুলিশের কাছে ছিল।

[৪] রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসিমের নেতৃত্বে পুলিশ পরিদর্শক দেবদুলাল ধর, এসআই আবু মোকসেদ পিপিএমসহ একদল পুলিশ উপজেলার মাথিউড়া চা বাগানে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় মদ্যপ অবস্থায় উপজেলার বিভিন্ন এলাকার ১১ জনকে আটক করে থানায় নিয়ে আসে।

[৫] আটককৃতরা হলো, চাটুরা গ্রামের ননী গোপাল দেব, মেলাগড় গ্রামের মো. আব্দুল মন্নান, দাসপাড়া গ্রামের চন্দন কর ও নিকিজ কর, মৌলভীবাজার সদর উপজেলার দক্ষিণ বালি গ্রামের মো. মনির ও কামারকাপন গ্রামের ননী গোপাল দেব, রাজনগর উপজেলার মজিদপুর গ্রামের মো. সুফিয়ান, ডেফলউড়া গ্রামের মো. শাহিনুল ইসলাম, মো. টিপু মিয়া ও শিপন মিয়া, ইসলামপুর গ্রামের আব্দুল শুকুর।

[৬] রাজনগর থানার ওসি আবুল হাসেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে রাতে মাথিউড়া চা বাগান এলাকায় অভিযান চালানো হয়। এ সময় প্রকাশ্যে মাদক সেবন করার অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়