শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২১, ০২:৪৮ রাত
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২১, ০২:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইরান নিয়ে ম্যাক্রোঁকে মাথা না ঘামালেও চলবে: তেহরান

রাশিদুল ইসলাম : [২] ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের উপপ্রধান আব্বাস মোক্তাদায়ি তার দেশের পররাষ্ট্রনীতিতে হস্তক্ষেপ বন্ধ করে পরমাণু সমঝোতায় নিজের দেয়া প্রতিশ্রুতি পালনের জন্য ফ্রান্সের প্রতি আহ্বান জানিয়েছেন। ফারস/ ইরান প্রেস

[৩] সম্প্রতি ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর পরমাণু আলোচনায় সৌদি আরবকে অন্তর্ভুক্ত করার যে আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সে প্রসঙ্গে মোক্তাদায়ি বলেন, ২০১৫ সালে পরমাণু সমঝোতা অর্জনের আলোচনায় ফ্রান্স সরকার ‘খারাপ পুলিশের’ ভূমিকা পালন করেছে এবং ইরানের স্বার্থ রক্ষা করার কোনো অভিপ্রায় প্যারিসের ছিল না। তিনি বলেন, এখনও যে তিন ইউরোপীয় দেশ পরমাণু সমঝোতা লঙ্ঘন করে যাচ্ছে তাদের একটি হচ্ছে ফ্রান্স।

[৪] আব্বাস মোক্তাদায়ি আরো বলেন, ইরানের পররাষ্ট্রনীতি নির্ধারণ করে দেয়ার অবস্থায় ফ্রান্সের প্রেসিডেন্ট নেই। তেহরান পরমাণু সমঝোতা নিয়ে আর আলোচনায় বসবে না। তিনি বলেন, ফ্রান্সকে পরমাণু সমঝোতা লঙ্ঘনকারী দেশ হিসেবে গণ্য করে তেহরান, অন্য কিছু নয়।

[৫] ম্যাক্রোঁকে লক্ষ্য করে তিনি বলেন, একটি স্বাধীন দেশ হিসেবে নিজের দায়িত্ব-কর্তব্য নিজেই নির্ধারণ করে ইসলামি প্রজাতন্ত্র ইরান। এ ব্যাপারে ম্যাক্রোঁকে মাথা না ঘামালেও চলবে। তিনি সৌদি আরবকে উদ্দেশ করে বলেন, তারা যেন ইরানের ব্যাপারে নাক গলানোর আশা বাদ দিয়ে ইয়েমেনে গণহত্যা বন্ধ ও মুসলিম বিশ্বে ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়