শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২১, ১০:৩৫ দুপুর
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২১, ১০:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাগেরহাটে ৩৬ মামলার আসামির বিরুদ্ধে মানববন্ধন

শেখ সাইফুল ইসলাম : [২] জেলার শরণখোলায় দুর্ধষ সন্ত্রসী মো. নুরুল হক মোল্লার ছেলে মো. সাইফুল মোল্লা (৩৫) এর বিরুেেদ্ধ একটি মানববন্ধন করেছে এলাকাবাসী।

[৩] দিন দিন সাইফুল মোল্লা এলাকাবাসীর কাছে এক মুর্তিমান আতংঙ্ক হয়ে ওঠার কারণে রোববার ( ৩১ জানুয়ারি) সকাল দশটায় উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামের বাসিন্দরা এ মানববন্ধনের আয়োজন করেন।

[৪] এ সময় বক্তারা বলেন, চুরি, ডাকাতি, ছিনতাই ,মাদক সেবন সহ নানা সন্ত্রাসী কর্মকান্ড করাই সাইফুলের নেশা ও পেশা। এর পুর্বে সাইফুল রাজৈর এলাকার ব্যাবসায়ী মো. আসলাম হোসেনের মেয়েকে তুলে আনেন এবং শরনখোলা থানা পুলিশের এক সদস্যকে মারধর করে পালিয়ে যায়। খোন্তাকাট ইউনিয়ন জুড়ে এক ত্রাসের রাজাত্ব কায়েম করলেও তার পরিবার কখনো সাইফুলের বিষয়ে কোনও পদক্ষেপ নেয়নি।

[৫] তার নামে থানা ও আদালতে মামলা চলমান রয়েছে । ২৪ জানুয়ারি ভোর রাতে উপজেলার মঠের পাড় এলাকার একটি মাঠের মধ্যে মুমূর্ষ অবস্থায় সাইফুলকে কে বা কারা ফেলে রেখে যায়। পরে স্থানীয় ইউপি সদস্য মো. জাহাঙ্গীর তালুকদার তাকে উদ্বার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এক পর্যায়ে তাকে ঢাকায় নিয়ে যান তার পিতা নুরুল হক মোল্লা ।

[৬] এসময় তিনি ছেলের নানা কু-কর্ম ঢাকতে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন এবং প্রকৃত ঘটনা আড়াল করার চেষ্টা করেন।

[৭] এছাড়া মানববন্ধনে উপাস্থিত এলাকাবাসী দাবি করেন, সন্ত্রাসী সাইফুলকে যারা আশ্রয়-প্রশ্রয় দেন, তাদেরকেও চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়