মহসীন কবির: [২] রোববার (৩১ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত কোভিড বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
[৩] কোভিডের ৩৩০ তম দিনে গত ২৪ ঘণ্টায় সারাদেশ থেকে ২০০টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ২২৫ জনের। এখন পর্যন্ত ৩৬ লাখ ৫১ হাজার ৭২২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট শনাক্ত ৫ লাখ ৩৩ হাজার ১৩৯ জন। মোট মারা গেছেন ৮১২৭ জন
[৪] মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৯ হাজার ৭৪৪ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩ দশমিক শূন্য ২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৬৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫২ শতাংশ।
[৫] বিজ্ঞপ্তিতে নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় মৃত ১৬ জনের মধ্যে ১৪ জন পুরুষ, নারী দুই জন। এদের মধ্যে ঢাকা বিভাগে ১১ জন। এছাড়া সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগে একজন করে পাঁচজন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালেই মারা গেছেন ১৬ জন।
[৬] মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ঊর্ধ্বে ১৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন রয়েছেন।
[৭] গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৪৮ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৮০ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৯৯ হাজার ১২৭ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৮৮ হাজার ৬৩৬ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১০ হাজার ৪৯১ জন।