রিবেল মনোয়ার : অটোপাশ যে বা যারা করলো এটা তাদের চয়েজ ছিলো না, এটা তাদের সিদ্ধান্তও ছিলো না কিংবা এটা তাদের দাবি ও ছিলো না। জোর করে চাপিয়ে দেওয়া সিদ্ধান্তের জন্য আজীবন তাদেরকেই এই কলংক বয়ে বেড়াতে হবে...!
যারা অটোপাশ করা ছাত্রছাত্রীদের নিয়ে হাসিঠাট্টা করছে তাদের জ্ঞানের স্বল্পতা দেখে তাদের প্রতি করুনা হচ্ছে আমার। অটোপাশের ছাত্রছাত্রীদের মতো আমরা এ সমাজে অনেকেই আছি যারা জীবনে এমন সব কলংকের দায় বয়ে বেড়াই যা কনোভাবেই আমাদের জীবনে ঘটুক আমরা তা চাইনি অথচ ঘটে গেলো এবং নিরবে তা মেনে নিয়ে সেই দায় টাও বয়ে বেড়াতে হয়...। অদ্ভুত এ পৃথিবী, অদ্ভুত তার নিয়ম... শীমন শামস। ফেসবুক থেকে