শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২১, ০৭:৪৪ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২১, ০৭:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কওমী মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে তৌহিদী জনতা রুখে দাঁড়াবে: জুনায়েদ বাবুনগরী

ওমর ফয়সাল: [২] হেফাজতে ইসলামের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, কওমী মাদ্রাসা ইসলাম রক্ষার মজবুত দূর্গ। কওমী মাদ্রাসার সঙ্গে এ দেশের মানুষের আত্মার সম্পর্ক রয়েছে। কোনো অশুভশক্তি যদি কওমী মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় তাহলে, এ দেশের কোটি কোটি তৌহিদী জনতা তাদের জিহ্‌বা কেটে দেবে। এ সময় তিনি আরো বলেন, কওমী মাদরাসা নিয়ে কথা বলার সময় মুখ সামলে কথা বলবেন। যারা কওমী মাদরাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চাইবে, তারা ধ্বংস হয়ে যাবে।

[৩] গত শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়তে অবস্থিত দেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা ও গবেষণা কেন্দ্র আল জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার ৯৮তম বার্ষিক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জুনায়েদ বাবুনগরী।

[৪] এর আগে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া দু'দিন ব্যাপী এ ইসলামী মহাসম্মেলনে সভাপতিত্ব করেন মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলামের প্রধান উপদেষ্টা আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।

[৫] মাদ্রাসার শিক্ষক মুফতি রহিমুল্লাহ, হারুন আজিজী নদভী ও মুফতি ইকবাল আজিমপুরী'র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে হাটহাজারী মাদ্রাসার প্রধান পরিচালক মুফতিয়ে আজম আব্দুস সালাম চাঁটগামী, হেফাজত ইসলামের মহাসচি নূরুল ইসলাম জিহাদি, নায়েবে আমীর মুফতি হাবিবুর রহমান কাসেমী, মুফতি আরশাদ রহমানি, মুফতি আব্দুল হামিদ, মুফতি মাহমুদ হাসান ভূজপুরী, যুগ্ম-মহাসচিব জুনায়েদ আল-হাবিব, মাওলানা মামুনুল হক, মাওলানা লোকমান হকিম, খুরশিদ আলম কাসেমী, আব্দুল হক হক্কানী, মুফতি মাহমুদ হাসান গুনবী, মুফতি সাখাওয়াত হোসাইন রাজী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীসহ দেশ বরণ্যে ওলামা-মাশায়েখ ও ইসলামী স্কলারগণ কোরআন-সুন্নাহর আলোকে সমসাময়িক বিষয়ে বক্তব্য রাখেন।

[৬] এ বারের দুইব্যাপী ইসলামী মহাসম্মেলনে অন্যান্য বছরের তুলনায় দ্বিগুণ ধর্মপ্রাণ মুসল্লির সমাগম ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। যা বাবুনগর মাদ্রাসার ইতিহাসে স্মরণকালের বৃহত্তম জনসমাগম বলে মন্তব্য আগত মুসল্লি এবং স্থানীয়দের। শুক্রবার বিকালে আখেরী মোনাজাতের মধ্যদিয়ে স্মরণকালের বৃহত্তম এ মাহফিলের সমাপ্তি ঘটে। এর আগে জুমার নামাজে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। জুমার নামাজে ইমামতি করেন মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা হারুন আজিজী নদভী। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়