মাহবুবুর রহমান : [২] নোয়াখালী সোনাইমুড়ী পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী বাড়িতে হামলা চালিয়ে নির্বাচনী প্রচারের মাইক ভাঙচুর করে হামলা করে প্রতিপক্ষের নেতাকর্মীরা।
[৪] বৃহস্পতিবার রাতে একদল সশস্ত্র যুবক দেশীয় অস্ত্র হাতে নিয়ে সোনাইমুড়ি পৌরসভার বিএনপির মনোনীত মেয়র প্রার্থী মোতাহার হোসেন মানিকের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা তার বাড়িতে বিভিন্ন জায়গা হামলা ভাঙচুর চালিয়ে ভীতিকর পরিস্থিতি তৈরি করে। একই সাথে তার নির্বাচনী প্রচারের মাইক ভাঙচুর করে চলে যায়।
[৫] পরে হামলার প্রতিবাদে শুক্রবার দুপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এসব অভিযোগ তুলে ধরেন। এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।সম্পাদনা: সাদেক আলী