সুজিৎ নন্দী: [২] ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, মানবতাবাদী এবং মানবদরদি মানুষের সহযোগিতায় রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যক্রম পরিচালনা করে থাকে।
[৩] তিনি বলেন, আর্তমানবতার সেবায় এগিয়ে আসা মহৎ প্রাণ ব্যক্তিবর্গের আন্তরিক সহযোগিতা ও অনুুুপ্রেরণা সাথে নিয়েই রেড ক্রিসেন্ট সোসাইটি মানবতার প্রয়োজনে মানবতার তরে হাত বাড়িয়ে দেয়। তাই, দুর্গত ও শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
[৪] মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ সময় আরো বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মানবতার সঙ্কটে, জাতীয় দুর্যোগে সবসময় দুর্গত মানুষের পাশে থেকেছে। আগামী দিনে আরও বৃহৎ পরিসরে রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা সিটি ইউনিট শীতার্ত মানুষের প্রতি সহানুভূতি ও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাই। সেজন্য সমাজের বিত্তশালী মানুষদের এগিয়ে আসার আহবান জানাই।
[৫] বৃহস্পতিবার খিঁলগাও জোড়পুকুর মাঠে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা সিটি ইউনিটের আয়োজনে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে ডিএসসিসি মেয়র ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা সিটি ইউনিটের চেয়ারম্যান ব্যারিস্টার শেখ তাপস এ মন্তব্য করেন।
[৬] এ সময় অন্যান্যের মধ্যে প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা সিটি ইউনিটের সাধারণ সম্পাদক লায়ন শরিফ খান, প্রধান প্রকৌশলী রেজাউর রহমান।
[৭] অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা সিটি ইউনিটের পক্ষ হতে এক হাজার এবং ডিএসসিসির পক্ষ হতে ৩০০ কম্বলসহ মোট ১ হাজার ৩শ’ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।