আবদাুল ওহাব: [২] বগুড়ার মোকামতলায় ১৪০ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো ফয়সাল (৪৫) ও সরল মিয়া (৪৮) নামে ২ জন।
[৩] বুধবার (২৭ জানুয়ারি) বেলা ১১ টার দিকে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) এসএম বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
[৪] তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শাহীনুজ্জামান, সঙ্গীয় ফোর্স এস আই আনিছুর রহমান ও এএসআই মিজানুর রহমানের নেতৃত্বে মহাসড়কের পঞ্চগড় থেকে ছেড়ে আসা বিআরটিসি বাসে তল্লাশী করে ১৪০ বোতল ফেন্সিডিল সহ তাদেরকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়রের প্রস্তুতি চলছে। সম্পাদনা: সাদেক আলী