শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২১, ০৮:৪৪ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২১, ০৮:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পেনশনের আওতায় আনা হচ্ছে সাংবাদিকদের: পরিকল্পনা মন্ত্রী

ইসমাঈল ইমু : [২] বুধবার সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের প্রয়াত সদস্যদের মরোণত্তর সন্মানা ও সন্তানদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, দেশের সকল নাগরিককেই পেনশনের আওতায় আনার কথা ভাবছে সরকার। বিশেষ করে পেশাজীবীদের পেনশনের আওতায় আনা হচ্ছে। ইতিমধ্যে অনেক পেশায় পেনশন প্রথা চালু রয়েছে। বাকিদের জন্য পেনশন সুবিধা দেয়া যায় কি না তা নিয়ে পরিকল্পনা করা হচ্ছে।

[৩] মন্ত্রী বলেন, সকল ক্ষেত্রে ব্যয় বাড়ানো হচ্ছে। গণমাধ্যমের ক্ষেত্রে ব্যয় বাড়ানোর পরিকল্পনা রয়েছে। ন্যয় ভিত্তিক রাষ্ট্র পরিচালনা, জনবান্ধব ও পেশা বান্ধব সরকার। সাংবাকিদকের কল্যাণ ফান্ড প্রসঙ্গে মন্ত্রী বলেন, কল্যাণ ফান্ড সার্বিক প্রয়াসের অংশ হতে পারে। তিনি ক্র্যাবের প্রয়াতদের পরিবারের সদস্যদের নিয়ে এ ধরনের আয়োজনের জন্য ক্র্যাব নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

[৪] অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে যুগান্তর সম্পাদক সাইফুল আলম বলেন, সাংবাদিকদের কর্মকান্ডের মাধ্যমে তারা জাতীয় পর্যায়ে চলে আসেন। প্রয়াত সাংবাদিকদের কেউ স্মরন করেনা। যখন কোনো সাংবাদিক মারা যায় তখন ওই পরিবারটি চোখে অন্ধকার দেখে। তিনি সাংবাদিকদের পেনশনের ব্যবস্থা করতে পরিকল্পনা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
তিনি আরও বলেন, সাংবাদিকদের জন্য একটি কল্যাণ ট্রাষ্ট রয়েছে। কিন্তু তা পর্যাপ্ত নয়। যারা রিপোর্টার তাদের জন্য আলাদা কল্যাণ ট্রাষ্ট গঠনে সরকারের প্রতি তিনি আহবান জানান।

[৫] বিশেষ অতিথির বক্তব্যে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ বলেন, সাংবাদিকরা ঝুঁকি নিয়ে কাজ করে। প্রতিটি ডিপার্টমেন্টকে জাগিয়ে তোলে সাংবাদিকরা। তিনি প্রয়াত সাংবাদিকদের পরিবার নিয়ে এমন আয়োজনের জন্য ক্র্যাব কার্যনির্বাহী কমিটিকে সাধুবাদ জানান।

[৬] এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখের ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোরসালিন নোমানী ও সাধারন সম্পাদক মশিউর রহমান খান।

[৭] ক্র্যাবের কল্যাণ সম্পাদক নাহিত তন্ময়ের পরিচালনায় সভপতির বক্তব্যে ক্র্যাব সভাপতি মিজান মালিক সাংবাদিকদের কল্যানে কল্যাণ ফান্ড গঠনে সহায়তা করতে পরিকল্পনা মন্ত্রীকে আহাবন জানিয়ে বলেন, ক্র্যাবের পক্ষ থেকে দুটো এ্যাম্বুলেন্স ক্রয়ের পরিকল্পনার কথা উল্লেখ করেন। তিনি বলেন, এ এ্যাম্বুলেন্স ভাড়া দিয়ে হলেও কল্যাণ ফান্ড শক্তিশালী করা যেতে পারে। তিনি কল্যাণ ফান্ড শক্তিশালী করতে সকলকে সহযোগিতার অনরোধ জানান।

[৮] এর আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্র্যাব সাধারন সম্পাদক আলাউদ্দিন আারিফ। এছাড়া প্রয়াতদের স্মৃতিচারন করে বক্তব্য রাখেন, ক্র্যাবের সাবেক সভাপতি আবুল খায়ের, এস এম আবুল হোসেন, ক্র্যাবের সিনিয়র সদস্য গাফফার মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক আযহার মাহমুদ।

[৯] এছাড়াও ক্র্যাবের প্রয়াত সদস্য বশির আহমেদ এর ছেলে ডা. সালেহ, আরিফ রহমানের মেয়ে অহনা রহমান ও আসলাম রহমানের স্ত্রী ফাতেমা রহমান স্মৃতিচারন করে বক্তব্য রাখেন।

[১০] অনুষ্ঠানে ক্র্যাবের সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সিনিয়র সদস্য শাহ মনোয়ার জাহান কবীর, ইকরামুল কবীর টিপু, প্যাযঝªথ যয় থম¯Íর, সিনিয়র সদস্যবৃন্দ ও ক্র্যাব সদস্যবৃন্দ ও প্রয়াত সদস্যদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়