সালেহ্ বিপ্লব, শিমুল মাহমুদ: [২] ২৭ জানুয়ারি উদ্বোধনের জন্য প্রস্তুত কুর্মিটোলা হাসপাতাল, পাইলট রানের জন্য ১০০ স্বাস্থ্যকর্মীর তালিকা চূড়ান্ত
[৩] সকাল আটটায় মুম্বাই থেকে রওয়ানা করবে এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইট এ১২৫৪, ঢাকা পৌঁছাবে বেলা সাড়ে এগারোটা নাগাদ।
[৪] বেক্সিমকোর ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন এমপি জানান, তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার প্রথম চালানটি গ্রহণ করবেন। টিকা সরাসরি নেওয়া হবে টঙ্গীতে ব্রেক্সিমকোর নিজস্ব ওয়্যারহাউসে।
[৫] বেক্সিমকো তাদের নিজস্ব পরিবহনে করে জেলার শহরের ওয়ারহাউজগুলোতে টিকা পৌঁছে দেবে।
[৬] স্বাস্থ্য অধিদপ্তরের এমএনসিঅ্যান্ডএএইচ অপারেশনাল প্ল্যানের লাইন ডিরেক্টর ডা. মো. শামসুল হক বলেন, সুরক্ষা অ্যাপসের মাধ্যমে সবার জন্যই নিবন্ধন বাধ্যতামূলক। উদ্বোধনী দিনসহ অগ্রাধিকার ভিত্তিতে যাদের টিকা দেওয়া হবে, তাদেরও নিবন্ধন করা হবে।
[৭] স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, টিকা কার্যক্রমের ভার্চুয়াল উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বুধবার সময় দিয়েছেন। সে অনুযায়ী কুর্মিটোলা জেনারেল হাসপাতাল প্রস্তুত করা হয়েছে।
[৮] হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহম্মেদ বলেন, আমরা প্রস্তুত, যখন আমাদের যে নির্দেশনা দেওয়া হবে, সেভাবেই আমরা আয়োজন করতে তৈরি।
[৯] ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চের (আইইডিসিআর) অন্যতম উপদেষ্টা ডা. মুশতাক হোসেন বলেন, প্রথম ভ্যাকসিন যারা পাবেন, সে তালিকা এখনো চূড়ান্ত হয়নি। তালিকা প্রথমে যাবে প্রধানমন্ত্রীর দপ্তরে। সেখান থেকে চূড়ান্ত হয়ে আসার পর ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে। সম্পাদনা: রাজু আহসান,আখিরুজ্জামান সোহান