মাসুদ আলম : [২] কুয়াশা কমে আসায় রোববার সকাল সাড়ে ১০টায় ফেরি চলাচল শুরু হয়।এতে করে উভয় ঘাট এলাকায় কয়েক শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। চড়ম দুর্ভোগে পড়তে হয়েছে যাত্রীদের।
[৩] বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের ডিজিএম জিল্লুর রহমান বলেন, শনিবার রাত সাড়ে ১০টার দিকে মাঝ পদ্মায় কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছিলো। কুয়াশার ঘনত্ব কমে আসায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। কুয়াশার কারণে যে সব ফেরি মাঝ পদ্মায় যাত্রী ও যানবাহন নিয়ে নোঙর করে ছিলো ওই ফেরি গুলো তীরে এসে পৌঁছেছে। বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৫টি ফেরি যানবাহন পারাপারের কাজে নিয়োজিত আছে ।