শিরোনাম
◈ দীর্ঘ সময় ধ‌রে আইপিএল দেখ‌তে একঘেয়ে লা‌গে, পাকিস্তান লিগকে ‘সেরা’ ঘোষণা ওয়া‌সিম আকরা‌মের ◈ তৃতীয়বা‌রের ম‌তো এশিয়া কাপ জেতা উ‌চিত বাংলাদেশের : কোচ নাভিদ নওয়াজ ◈ মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগ আজ—অন্তর্বর্তী সরকারে বড় পরিবর্তন! ◈ হজযাত্রীদের প্লেনের টিকিট থেকে আবগারি শুল্ক প্রত্যাহার করল এনবিআর ◈ মোহাম্মদপুরে জোড়া খুন: মা-মেয়ের সুরতহাল প্রতিবেদনে উঠে এলো লোমহর্ষক তথ্য ◈ এভারকেয়ারে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, নতুন জটিলতা নেই: চিকিৎসক ◈ জাল দলিল শনাক্তের ৯ কৌশল: জমি কেনায় প্রতারণা এড়ানোর জরুরি নির্দেশনা ◈ যুব হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার বিভাগে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন ◈ মানবাধিকারকে বিশ্বাসের একটি অংশ হিসেবে প্রচার করা উচিত: প্রধান উপদেষ্টা ◈ সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির লটারি ১১ ডিসেম্বর, দেখা যাবে যেভাবে

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২১, ০৪:১০ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২১, ০৪:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধূমপান-মদ্যপান টিকার কার্যকারিতা কমিয়ে দেয়

ডেস্ক রিপোর্ট: তুরস্কের একজন জ্যেষ্ঠ চিকিৎসক বলেছেন, ধূমপান এবং মদ্যপান রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দেয়। করোনা বা ভাইরাস জাতীয় রোগ প্রতিরোধে ব্যবহৃত টিকার কার্যকারিতা কমিয়ে দেয় বলেও জানান তিনি ।

তুরস্কের আঙ্কারায় অবস্থিত হেলথ সাইন্স ইউনিভার্সিটির চিকিৎসক ডা. কেভদেত এদরোল শনিবার আনাদোলু এজেন্সিকে বলেন, তামাক এবং মদ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। চিকিৎসায় এগুলো নেতিবাচক প্রভাব ফেলে। ধূমপান রোগপ্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দেয়।

তিনি বলেন, ৪০ বছর আগে আজকের প্রযুক্তির চেয়ে আরও সহজ পদ্ধতিতে একটি পরীক্ষা করা হয়েছিল। সেখানে দেখা গেছে টিকা নেয়ার পরে ধূমপায়ীদের ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল বলে প্রমাণিত হয়েছে।

এদরোল বলেন, অতি সম্প্রতি অস্ট্রেলিয়ায় একটি গবেষণা সম্পন্ন হয়েছে। সেখানে দেখা গেছে যারা ধূমপান করেন না, তাদের থেকে ধূমপায়ীরা মহামারি ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হওয়ার বেশি ঝুঁকিতে রয়েছে। এ ধরনের গবেষণার শক্তিশালী প্রমাণ হলো- ধূমপান মানুষের রোগপ্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয়।

তিনি বলেন, টিকা মানুষের শরীরের কোষকে রোগপ্রতিরোধ ক্ষমতা তৈরিতে সহায়তা করে। ধূমপানের ধোঁয়া সেই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। টিকার মাধ্যমে যে পরিমাণ রোগপ্রতিরোধ ক্ষমতা তৈরির প্রত্যাশা করা হয়, অ্যালকোহল সেই লক্ষ্যমাত্রাকে ব্যাপকভাবে কমিয়ে দেয়। যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। সময়টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়