শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২১, ০৪:১০ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২১, ০৪:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধূমপান-মদ্যপান টিকার কার্যকারিতা কমিয়ে দেয়

ডেস্ক রিপোর্ট: তুরস্কের একজন জ্যেষ্ঠ চিকিৎসক বলেছেন, ধূমপান এবং মদ্যপান রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দেয়। করোনা বা ভাইরাস জাতীয় রোগ প্রতিরোধে ব্যবহৃত টিকার কার্যকারিতা কমিয়ে দেয় বলেও জানান তিনি ।

তুরস্কের আঙ্কারায় অবস্থিত হেলথ সাইন্স ইউনিভার্সিটির চিকিৎসক ডা. কেভদেত এদরোল শনিবার আনাদোলু এজেন্সিকে বলেন, তামাক এবং মদ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। চিকিৎসায় এগুলো নেতিবাচক প্রভাব ফেলে। ধূমপান রোগপ্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দেয়।

তিনি বলেন, ৪০ বছর আগে আজকের প্রযুক্তির চেয়ে আরও সহজ পদ্ধতিতে একটি পরীক্ষা করা হয়েছিল। সেখানে দেখা গেছে টিকা নেয়ার পরে ধূমপায়ীদের ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল বলে প্রমাণিত হয়েছে।

এদরোল বলেন, অতি সম্প্রতি অস্ট্রেলিয়ায় একটি গবেষণা সম্পন্ন হয়েছে। সেখানে দেখা গেছে যারা ধূমপান করেন না, তাদের থেকে ধূমপায়ীরা মহামারি ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হওয়ার বেশি ঝুঁকিতে রয়েছে। এ ধরনের গবেষণার শক্তিশালী প্রমাণ হলো- ধূমপান মানুষের রোগপ্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয়।

তিনি বলেন, টিকা মানুষের শরীরের কোষকে রোগপ্রতিরোধ ক্ষমতা তৈরিতে সহায়তা করে। ধূমপানের ধোঁয়া সেই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। টিকার মাধ্যমে যে পরিমাণ রোগপ্রতিরোধ ক্ষমতা তৈরির প্রত্যাশা করা হয়, অ্যালকোহল সেই লক্ষ্যমাত্রাকে ব্যাপকভাবে কমিয়ে দেয়। যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। সময়টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়