শিরোনাম
◈ আগামী নির্বাচনে ভোটার আস্থা নিশ্চিতই প্রধান দায়িত্ব: ফেসবুক বার্তায় তারেক রহমান ◈ ফেব্রুয়া‌রির নির্বাচ‌নে জামায়াতে ইসলামী‌কে দিল্লি কোন চোখে দেখবে? ◈ ইসরায়েল খেললে বিশ্বকাপ ফুটবল বয়কট কর‌বে স্পেন ◈ এ‌শিয়া কা‌পে রা‌তে শ্রীলঙ্কা - আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, লঙ্কান‌দের জয় দেখার অ‌পেক্ষায় বাংলাদেশ  ◈ আওয়মী লীগ বিহীন বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে দিল্লিতে এখন যে সব চিন্তাভাবনা  ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, চেলসিকে হা‌রি‌য়ে বায়ার্ন মিউ‌নি‌খের শুভ সূচনা ◈ কিশোরগঞ্জ সম্মেলনে যাওয়ার জন্য স্থগিতাদেশ উঠিয়ে দিন, না হলে ভিন্ন পথ নেবো, জানালেন ফজলুর রহমান ◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২১, ১২:৩৩ দুপুর
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২১, ১২:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মহামারী করোনার কারণে হুমকির মুখে সাতক্ষীরার চিংড়ি শিল্প

সাতক্ষীরা প্রতিনিধি: [২] রপ্তানি বন্ধ হওয়ায় স্থানীয় বাজার গুলোতেও মাছ বিক্রি করতে হিমসিম খাচ্ছে ব্যবসায়িরা। গলদা ও বাগদা চিংড়ির দাম অস্বাভাবিক ভাবে কমে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে ঘের মালিকরা। তাই সরকার ঘোষিত প্রণোদনার পাশাপাশি ব্যাংক ঋণ মৌকুফের দাবি জানিয়েছেন চিংড়ী চাষিরা।

[৩] জেলার মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সাতক্ষীরায় ছোট-বড় ৮৮ হাজার ৭৯ হেক্টর জমিতে এবার গলদা ও বাগদা চিংড়ী চাষ হয়েছে। গত বছর জেলায় চিংড়ির উৎপাদন হয়েছিল ৩১হাজার মেট্রিক টন।

[৪] এবছর চিংড়ি উৎপাদন লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪২ হাজার মেট্রিক টন। চিংড়ির উৎপাদন এবার ভাল হয়েছিল। তবে, করোনা ভাইরাসের প্রভাবে হুমকির মুখে পড়েছে সাতক্ষীরার চিংড়ী শিল্প। বিদেশে চিংড়ি রপ্তানি বন্ধ হওয়ার সাথে সাথে দেশীয় ফ্রিজিং কারখানা গুলো বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় বাজার গুলোতে চিংড়ী বাজারজাত করা সম্ভব হচ্ছেনা। এর ফলে অস্বাভাবিক হারে গলদা ও বাগদা চিংড়ী মাছের দরপতন হওয়ায় লোকসান গুনতে হচ্ছে ঘের মালিকদের। তার উপর ঘূর্ণিঝড় আম্পানে ভেসে গেছে জেলার ১৩ হাজার ৪৯৭ হেক্টর জমির চিংড়ি ঘের। এছাড়া ১ হাজার ৫০০ হেক্টর জমির মৎস্য খামারের ক্ষতি হয়েছে। যার ক্ষতির পরিমান ১৭৬ কোটি ৩ লাখ টাকা।

[৫] প্রান্তিক চাষীরা জানান, এ অবস্থায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন তারা। তাই ব্যাংক ঋণ ও সমিতির কিস্তি নিয়ে তারা রয়েছেন খুবই দুঃশ্চিন্তায়। এমতাবস্থায় দেশের এই বৃহৎ অর্থনৈতিক খ্যাতকে টিকিয়ে রাখতে সরকারী ভাবেই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। চিংড়ী মাছের পাশাপাশি ভেটকি, টেংড়া, পারসে, তেলাপিয়াসহ সব ধরনের সাদা মাছের বাজার মূল্যে ধস নেমেছে।

[৬] জেলা চিংড়ি চাষী সমিতির সাধারন সম্পাদক আলহাজ্ব ডা.আবুল কালাম বাবলা জানান, সরকার ঘোষিত প্রণোদনার পাশাপাশি ব্যাংক সুদ মৌকুফের দাবি চিংড়ী চাষিদের।

[৭] মৎস্য অফিসার মশিউর রহমান জানান, করোনার প্রভাবে ক্ষতিগ্রস্থ চিংড়ী চাষীদের ক্ষতি কাটিয়ে উঠতে সুদমুক্ত ঋণের জন্য সর্বচ্চ পর্যায়ে সুপারিশ করা হয়েছে।

[৮] জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল জানান, ক্ষতিগ্রস্থ চিংড়ী চাষীদের দ্রুত ডাটাবেজ তৈরি করে সুদ মৌকুফ ও চিংড়ীর ফ্রোজেনের ব্যবস্থা করা হচ্ছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়