শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২১, ১২:৩৩ দুপুর
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২১, ১২:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মহামারী করোনার কারণে হুমকির মুখে সাতক্ষীরার চিংড়ি শিল্প

সাতক্ষীরা প্রতিনিধি: [২] রপ্তানি বন্ধ হওয়ায় স্থানীয় বাজার গুলোতেও মাছ বিক্রি করতে হিমসিম খাচ্ছে ব্যবসায়িরা। গলদা ও বাগদা চিংড়ির দাম অস্বাভাবিক ভাবে কমে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে ঘের মালিকরা। তাই সরকার ঘোষিত প্রণোদনার পাশাপাশি ব্যাংক ঋণ মৌকুফের দাবি জানিয়েছেন চিংড়ী চাষিরা।

[৩] জেলার মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সাতক্ষীরায় ছোট-বড় ৮৮ হাজার ৭৯ হেক্টর জমিতে এবার গলদা ও বাগদা চিংড়ী চাষ হয়েছে। গত বছর জেলায় চিংড়ির উৎপাদন হয়েছিল ৩১হাজার মেট্রিক টন।

[৪] এবছর চিংড়ি উৎপাদন লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪২ হাজার মেট্রিক টন। চিংড়ির উৎপাদন এবার ভাল হয়েছিল। তবে, করোনা ভাইরাসের প্রভাবে হুমকির মুখে পড়েছে সাতক্ষীরার চিংড়ী শিল্প। বিদেশে চিংড়ি রপ্তানি বন্ধ হওয়ার সাথে সাথে দেশীয় ফ্রিজিং কারখানা গুলো বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় বাজার গুলোতে চিংড়ী বাজারজাত করা সম্ভব হচ্ছেনা। এর ফলে অস্বাভাবিক হারে গলদা ও বাগদা চিংড়ী মাছের দরপতন হওয়ায় লোকসান গুনতে হচ্ছে ঘের মালিকদের। তার উপর ঘূর্ণিঝড় আম্পানে ভেসে গেছে জেলার ১৩ হাজার ৪৯৭ হেক্টর জমির চিংড়ি ঘের। এছাড়া ১ হাজার ৫০০ হেক্টর জমির মৎস্য খামারের ক্ষতি হয়েছে। যার ক্ষতির পরিমান ১৭৬ কোটি ৩ লাখ টাকা।

[৫] প্রান্তিক চাষীরা জানান, এ অবস্থায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন তারা। তাই ব্যাংক ঋণ ও সমিতির কিস্তি নিয়ে তারা রয়েছেন খুবই দুঃশ্চিন্তায়। এমতাবস্থায় দেশের এই বৃহৎ অর্থনৈতিক খ্যাতকে টিকিয়ে রাখতে সরকারী ভাবেই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। চিংড়ী মাছের পাশাপাশি ভেটকি, টেংড়া, পারসে, তেলাপিয়াসহ সব ধরনের সাদা মাছের বাজার মূল্যে ধস নেমেছে।

[৬] জেলা চিংড়ি চাষী সমিতির সাধারন সম্পাদক আলহাজ্ব ডা.আবুল কালাম বাবলা জানান, সরকার ঘোষিত প্রণোদনার পাশাপাশি ব্যাংক সুদ মৌকুফের দাবি চিংড়ী চাষিদের।

[৭] মৎস্য অফিসার মশিউর রহমান জানান, করোনার প্রভাবে ক্ষতিগ্রস্থ চিংড়ী চাষীদের ক্ষতি কাটিয়ে উঠতে সুদমুক্ত ঋণের জন্য সর্বচ্চ পর্যায়ে সুপারিশ করা হয়েছে।

[৮] জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল জানান, ক্ষতিগ্রস্থ চিংড়ী চাষীদের দ্রুত ডাটাবেজ তৈরি করে সুদ মৌকুফ ও চিংড়ীর ফ্রোজেনের ব্যবস্থা করা হচ্ছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়