শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২১, ১০:০৪ দুপুর
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২১, ১০:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাউজানে পুকুর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

শাহাদাত হোসেন: [২] চট্টগ্রামের রাউজানে জামাল উদ্দিন (৩২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

[৩] শনিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে রাউজান থানার পুলিশ লাশটি উদ্ধার করেন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পালিত পাড়ার কালুপদ ডাক্তারের বাড়ির পেছনে একটি পুকুর থেকে।

[৪] সেই পৌরসভা ৬ নম্বর ওয়ার্ডের ছিটিয়াপাড়া এলাকার সুলতানপুর গ্রামের খুলুন সিকদার বাড়ির মৃত সিদ্দিক আহমেদের পুত্র।

[৫] নিহতর স্ত্রী রওশন আরা বেগম জানান, শুক্রবার জুমার নামাজের পর আমরা একটি সামাজিক অনুষ্ঠানে সপরিবার গিয়েছিলাম। অনুষ্ঠান শেষে বাড়ী ফেরার পথে আমার স্বামী মুন্সিরঘাটাস্থ পাকখাইন্নে পুকুরের গ্যাস সিলিন্ডারের দোকানে চলে যান। কর্মস্থল থেকে রাতে বাড়ি না ফেরায় তার মোবাইল বেশ কয়েকবার কল করার পর রিসিভ না হওয়ায়। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির করেও তার সন্ধান পায়নি।

[৫] নিহতের স্ত্রী আরো দাবি তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

[৬] রাউজান থানার উপ-পরিদর্শক মো. ইসমাইল জানান, পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়েছে। শরীরে আঘাতের চিহ্ন নেই। মোবাইল ও জুতা পুকুর পাড় থেকে উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে হত্যা নাকি আত্মহত্যা জানা যাবে। তবে এবিষয়ে থানায় অপমৃত্যু মামলা রুজু হয়েছে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়