শিরোনাম
◈ নেদারল্যান্ডসের শেনজেন ভিসার আবেদনের সুযোগ বাংলাদেশ থেকে ◈ ও‌য়েস্ট ইন্ডি‌জের বিরু‌দ্ধে ৩-০ তে সিরিজ জিতবে বাংলাদেশ, বল‌ছেন স্পিন বো‌লিং কোচ মুশতাক ◈ নির্বাচিত সরকার ছাড়া ঋণের অর্থ দেবে না আইএমএফ ◈ আমিই ৩৫০ আফগান পরিবারের দেখভাল করি! পা‌কিস্তা‌নে রশিদ খান‌দের না খেলায় ক্ষুব্ধ শাহিদ আফ্রিদি ◈ বিহার বিধানসভা নির্বাচনের প্রচারে নামা‌নো হ‌লো ১৪ বছ‌রের ক্রিকেটার সূর্যবংশী‌কে ◈ ট্রাম্প‌কে আয়াতুল্লাহ খামেনেয়ী, অন্য দেশে হস্তক্ষেপের পরিবর্তে নিজ দেশে লাখো জনতার ক্ষোভ প্রশমন করুন  ◈ চুক্তিতে না এলে চীনা পণ্যে উচ্চ শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের ◈ তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের ওপর শুনানি শুরু ◈ বিদেশ থেকে বছরে ১০০ গ্রাম স্বর্ণ আনা যাবে শুল্ক ছাড়া ◈ নির্মল বাতাসের স্বীকৃতি পাওয়া রাজশাহী এখন দেশের বায়ুদূষণে শীর্ষে

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২১, ০৬:৪৯ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২১, ০৬:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উচ্চতা ২ ইঞ্চি বাড়াতে খরচ ৬৩ লাখ টাকা!

অনলাইন ডেস্ক: 'আমি জানি এমন অনেকেই আছেন, যাদের কাছে ৫ ফুট ১১ ইঞ্চি অনেক লম্বা একটি উচ্চতা। তবে আমি এর চেয়ে কিছুটা বেশি লম্বা হতে চেয়েছিলাম।' আমেরিকান এক ব্যক্তি নিজের উচ্চতা ৫ ফুট ১১ ইঞ্চি থেকে বাড়িয়ে ৬ ফুট ১ ইঞ্চি করতে কসমেটিক সার্জারি করিয়েছেন।

দ্য ডেইলি মেইল সূত্রে জানা যায়, টেক্সাসের ডালাসের ওই ব্যক্তির নাম আলফোনসো ফ্লোরেস। শিশু বয়স থেকেই তিনি লম্বা হতে চাইতেন। এ নিয়ে বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের বাধা থাকা সত্ত্বেও ২৮ বছর বয়সী এই প্রাক-মেডিকেল ছাত্র নিজের শরীরে একটি লিম্ব-লেন্থেনিং সার্জারি করিয়েছেন। তার স্বপ্ন ছিল ৬ ফুটের চেয়েও বেশি লম্বা হওয়ার।

সার্জারিটি করেছেন লাস ভেগাসে অবস্থিত দ্য লিম্বপ্লাস্টেক্স ইনস্টিটিউটের হার্ভার্ড প্রশিক্ষিত অর্থোপেডিক সার্জন ডা. কেভিন দেবিপারসাদ।

ডা. দেবিপারসাদের ওয়েবসাইট থেকে জানা যায়, ফ্লোরেস তার এই চিকিৎসায় ৭৫ হাজার ডলার (প্রায় ৬৩ লাখ ৪৪ হাজার টাকা) খরচ করেছেন।

আগের ও পরের ছবিগুলো থেকেই বোঝা যায়, সার্জারিতে কতটুকু উচ্চতা বেড়েছে তার।

ইয়াহু লাইফস্টাইলকে ডা. দেবিপারসাদ বলেন, এই লিম্বপ্লাস্টেক্স কসমেটিক সার্জারি কিছুটা ঝুকিপূর্ণ।

অন্যদিকে, ফ্লোরেস বলেন, 'আমি জানি এমন অনেকেই আছেন, যাদের কাছে ৫ ফুট ১১ ইঞ্চি অনেক লম্বা একটি উচ্চতা। তবে আমি এর চেয়ে কিছুটা বেশি লম্বা হতে চেয়েছিলাম। আমার অ্যাথলেটিক ক্ষমতা এবং চলার গতি বাড়াতে আমি ৬ ফুট ১ ইঞ্চিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।'

সূত্র: এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়