মোহাম্মদ হোসেন: [২] চট্টগ্রামের হাটহাজারী মডেল থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচারনা করে তিন চোর সদস্যকে আটক করেন। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১০ ভরি স্বর্ণংকার। আটককৃতরা হলেন, মোহাম্মদ মহিবুর্লা(৩২) রুবেল(২৯),মোহাম্মদ সেকান্দার(৪২)।
[৩] পংকজ চন্দ্র হাজারী(৫৫)নামে এক জুয়েলারী ব্যবসায়ী থানায় লিখিত ভাবেএজাহার দায়ের করেন যে, চোরদল তার দোকানের পিছনের লোহার গ্রীলের দরজার তালা ভাঙ্গিয়া দোকানের সুকেস ও আলমীরার দরজা ভাঙ্গিয়া ভিতরে রাখা মূল্যবান স্বণংকার গুলো চুরি করে নিয়ে যায়। পুলিশ লিখিত এজাহারের ভিত্তিতে তাদেরকে আটক করতে সক্ষম হয়। সম্পাদনা: সাদেক আলী