তাহেরুল আনাম: [২] দিনাজপুরের পার্বতীপুরের ভাগলপুর নামকস্থানে মোটর সাইকেল ও ট্রলির সংঘর্ষে দুইজন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।
[৩] পার্কতীপুর থানার ওসি মোকলেসুর রহমমান জানান, বৃহস্প্রতিবার রাত আনুমানিক সাড়ে ১১টায় পার্বতীপুর-মধ্যপাড়া সড়কের ভাগলপুর নামক স্থানে মোটরসাইকেল ও ট্রলির মধ্যে মুখোমুখি সংঘর্ষে সুভজিৎ (২০) নামে একজন ঘঁটনাস্থলে মারা যায়। আহত প্রীতম(৩০) কে রংপুর মেডিকেলে নেয়ার পথে মারা যায়।
[৪] নিহত প্রীতম কুডিগ্রাম মার্কেন্টাইল ব্যাংকে কর্মরত ছিলেন। আহত অনিক নামে আরেকজন রংপুর হাসপাতালে ভর্তি রয়েছে। মোটরসাইকেল আরোহীরা মধ্যপাড়া থেকে ফুলবাড়িতে আসার সময় এই দূঘঁটনা ঘটে। তাদের বাড়ি দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার কাটাবাড়ি গ্রামে। সম্পাদনা: সাদেক আলী