রাশিদুল ইসলাম : [২] যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিদায়ী ভাষণে কোনো যুদ্ধ না করার কথা বললেও বিদায়ের শেষ মুহূর্তে অত্যাধুনিক এফ-৩৫ জঙ্গিবিমান এবং উন্নতমানের ড্রোন বিক্রির জন্যে তার প্রশাসন সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে চুক্তি করেছে।
[৩] বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, জো বাইডেন ক্ষমতাগ্রহণের অল্প কিছু আগে সংযুক্ত আরব আমিরাত ট্রাম্প প্রশাসনের সাথে এ চুক্তি করে। বলা হচ্ছে- এই চুক্তির আওতায় সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৫০টি এফ-৩৫ জঙ্গিবিমান এবং সামরিক কাজে ব্যবহারযোগ্য ১৮টি ড্রোন পাবে।
[৪] কয়েকমাস আলোচনার পর ট্রাম্পের বিদায়ের শেষ মুহূর্তে এই চুক্তি সই হয়। ২,৩০০ কোটি ডলারের এ চুক্তিতে এফ-৩৫ জঙ্গিবিমানই হচ্ছে প্রধান পণ্য।
[৫] বেশ কয়েক বছর আগে থেকে আমিরাত এধরনের জঙ্গি বিমান ক্রয়ের চেষ্টা করলেও ইসরায়েলের আপত্তিতে তা সম্ভব হয়নি। তবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পর আমিরাত এধরনের মার্কিন জঙ্গি বিমান ও ড্রোন ক্রয়ের চুক্তি করল।
[৬] অবশ্য নতুন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের আগেই বলেছিলেন, তিনি সম্ভাব্য চুক্তি পর্যালোচনা করে দেখবেন। সেক্ষেত্রে এ চুক্তি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। তবে জো বাইডেন আরব মিত্রদের কতটা রুষ্ট করার ঝুঁকি নেবেন বলে মনে করছেন না আন্তর্জাতিক বিশ্লেষকরা।