শিরোনাম
◈ ১৮ বছর পর বাংলাদেশ-কুয়েত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক: বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন সম্ভাবনা ◈ এমপিওভুক্ত শিক্ষকদের টানা অনশন, অসুস্থ বহু শিক্ষক ◈ চট্টগ্রাম বন্দরে ১২শ টন কাঁচামালবাহী লাইটার জাহাজ ডুবি (ভিডিও) ◈ শাহজালালে আগুন: বিলিয়ন ডলারের বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের ◈ বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস ◈ গাঁজা সেবনের পর ভয়াবহ স্মৃতি মনে পড়ে মালালার ◈ দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি ◈ ৯টা থেকে হযরত শাহজালাল বিমানবন্ধরে ফ্লাইট চলাচল শুরু ◈ দ‌লের কা‌ছে নয়, রিশা‌দের কা‌ছে হে‌রে গেলো ও‌য়েস্ট ই‌ন্ডিজ ◈ ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল: সিইসি

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২১, ১১:৪৭ দুপুর
আপডেট : ২২ জানুয়ারী, ২০২১, ১১:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আব্দুল্লাহ মামুন : ভারতবর্ষের পঞ্চম মোগল সম্রাট শাহজানের জন্মদিন আজ, তিনি অনেক শোভামণ্ডিত স্থাপনা তৈরি করেছেন, এর মধ্যে সবচেয়ে বিখ্যাত আগ্রার তাজমহল

আব্দুল্লাহ মামুন : ভারতবর্ষের পঞ্চম মোগল সম্রাট। তার পূর্ণ নাম শাহবুদ্দিন মুহাম্মদ শাহ জাহান। শৈশবে তার নাম ছিল খুররম। সিংহাসনে আরোহণের পর তার নতুন নাম হয় ‘আবুল মুজাফফর শিহাবুদ্দিন মুহম্মদ শাহজাহান সাহিব কিরান-ই-সানী’। ১৫৯২ সালের ৫ জানুয়ারি, তিনি লাহোরে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন চতুর্থ মোগল সম্রাট জাহাঙ্গীর। তার মা ছিলেন রাজপুত রমণী। মায়ের নাম মনমতি। তিনি ছিলেন জাহাঙ্গীরের তৃতীয় পুত্র। সাহসিকতা ও বুদ্ধিমত্তায় তিনি অল্প বয়সেই সম্রাট জাহাঙ্গীরের প্রিয়পাত্র হন। ১৬০৭ খ্রিষ্টাব্দে তিনি আট হাজারি মনসবদারি পদ লাভ করেন। এই বৎসরেই আসফ খাঁর কন্যা মমতাজ মহলের সাথে (আরজুমান্দ বানু বেগম) শাহজাহানের বাগদান হয়।

১৬১১ সালে তিনি দশ হাজারি মনসবদারি পদ লাভ করেন। ১৬১২ খ্রিষ্টাব্দে মমতাজ মহলের সাথে তার বিবাহ হয়। তাকে মোগল সাম্রাজ্যে সর্বশ্রেষ্ঠ হিসেবে বিবেচনা করা হয়। তার শাসনামলকে স্বর্ণযুগ বলা হয় এবং তার সময়ে ভারতীয় সভ্যতা সবচেয়ে সমৃদ্ধ হয়েছে। দাদা আকবরের মতো তিনিও তার সাম্রাজ্য প্রসারিত করতে আগ্রহী ছিলেন। ১৬৫৮ সালে তিনি অসুস্থ হয়ে পড়লে পুত্র আওরঙ্গজেব তাকে বন্দী করেন এবং বন্দী অবস্থায় ১৬৬৬ সালে আগ্রা ফোর্ট -এ তার মৃত্যু হয়। তার রাজত্বের সময়কালের মুঘল স্থাপত্যের স্বর্ণযুগ ছিল। শাহজাহান অনেক শোভামণ্ডিত স্থাপনা তৈরি করেন, যার মধ্যে সবচেয়ে বিখ্যাত আগ্রার তাজমহল তার স্ত্রী মমতাজ মহলের সমাধি হিসাবে পরিচিত (নির্মাণ ১৬৩২-১৬৫৪ সাল)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়